প্যারিসের ঐতিহ্যবাহী থিয়েটার দ্যু শাতলে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বসেছিল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের ৬৯তম আসর। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও লেকিপ পত্রিকার যৌথ আয়োজনে এবারও তারকাখচিত এ অনুষ্ঠান রূপ নেয় এক উৎসবে।

দেম্বেলে ও বনমাতির সাফল্য:
পুরুষ বিভাগে ব্যালন ডি’অরের শীর্ষ স্বীকৃতি উঠেছে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলের হাতে। অন্যদিকে নারী ফুটবলে সেরা হয়েছেন স্প্যানিশ মিডফিল্ড জাদুকরী আইতানা বনমাতি, যিনি ক্লাব বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। শুধু ব্যালন ডি’অরই নয়, আরও ১১টি ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে স্বীকৃতি।

আরো পড়ুন:

উসমানে দেম্বেলে: আলো-অন্ধকার পেরিয়ে সোনালি মুকুটে ব্যালন ডি’অর

মার্টিনেল্লির জাদুকরী গোলে শেষ মুহূর্তে সিটিকে রুখল আর্সেনাল

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন যারা:

ইয়াসিন ট্রফি (সেরা গোলরক্ষক): ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি) ও ইংল্যান্ডের হান্না হাম্পটন (চেলসি)।

ইয়োহান ক্রুইফ ট্রফি (সেরা কোচ): পুরুষ বিভাগে পিএসজির লুইস এনরিকে, নারী বিভাগে ইংল্যান্ডের সারিনা উইগমান।

কোপা ট্রফি (তরুণ প্রতিভা): বার্সেলোনার লামিনে ইয়ামাল ও ভিকি লোপেজ।

বর্ষসেরা ক্লাব: পুরুষ বিভাগে পিএসজি, নারী বিভাগে আর্সেনাল।

গার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার): আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর ইয়োরকেরেস ও বার্সেলোনার পোলিশ তারকা এয়া পাজোর।

মানবিক কাজের স্বীকৃতি:
ফুটবলের বাইরে সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে জানা ফাউন্ডেশন। পিএসজি কোচ লুইস এনরিকের প্রয়াত কন্যার নামে প্রতিষ্ঠিত এই সংস্থা দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে কাজ করে আসছে।

তারকাখচিত এই আয়োজনে শুধু ট্রফি জেতাই নয়, বরং ফুটবলের প্রতিটি দিককে সম্মান জানানো হয়েছে- মাঠের সেরা পারফরমার থেকে শুরু করে মানবিকতার নেপথ্য নায়ক পর্যন্ত। দেম্বেলে ও বনমাতির হাতে সোনালি বল ওঠার মুহূর্তে প্যারিস যেন আবারও ফুটবলের রাজধানীতে রূপ নেয়। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল র প এসজ

এছাড়াও পড়ুন:

আরওজি, টাফ ও ভি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস

আসুস বাংলাদেশের আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে উন্মোচন করা হয়েছে আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। গেমার, প্রযুক্তিপ্রেমী ও ক্রিয়েটররা এই ইভেন্টে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অব গেমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এই ইভেন্টে ল্যাপটপগুলো সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ দেয়া হয়।

আরওজি সিরিজের ল্যাপটপ

অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।

এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা। আরওজি জেফাইরাস জি১৪ ল্যাপটপের দাম ৩ লাখ ৩২ হাজার টাকা এবং জি১৬ মডেলের দাম ৩ লাখ ৮৮ হাজার টাকা।

টাফ সিরিজের ল্যাপটপ

আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে।

বাংলাদেশে নতুন ‘ভি’ সিরিজ

এই ইভেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্জ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির দাম ১ লাখ ৬৪ হাজার টাকা।

ল্যাপটপের পাওয়ারফুল জিপিইউ

আসুসের নতুন এই সবগুলো ল্যাপটপেই অন্যতম আকর্ষণ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজ আরো দ্রুত করা সম্ভব।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • সাধারণ কর্মী থেকে যেভাবে হাই পারফরমার হয়ে উঠবেন
  • আরওজি, টাফ ও ভি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস
  • দেম্বেলেই তাহলে আজ ব্যালন ডি’অর পাচ্ছেন
  • সাইফ হাসান: খোলস থেকে বেরিয়ে রঙিন ভুবনে পায়চারি