দেখে নিন ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার পেলেন
Published: 23rd, September 2025 GMT
প্যারিসের ঐতিহ্যবাহী থিয়েটার দ্যু শাতলে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বসেছিল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের ৬৯তম আসর। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও লেকিপ পত্রিকার যৌথ আয়োজনে এবারও তারকাখচিত এ অনুষ্ঠান রূপ নেয় এক উৎসবে।
দেম্বেলে ও বনমাতির সাফল্য:
পুরুষ বিভাগে ব্যালন ডি’অরের শীর্ষ স্বীকৃতি উঠেছে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলের হাতে। অন্যদিকে নারী ফুটবলে সেরা হয়েছেন স্প্যানিশ মিডফিল্ড জাদুকরী আইতানা বনমাতি, যিনি ক্লাব বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। শুধু ব্যালন ডি’অরই নয়, আরও ১১টি ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে স্বীকৃতি।
আরো পড়ুন:
উসমানে দেম্বেলে: আলো-অন্ধকার পেরিয়ে সোনালি মুকুটে ব্যালন ডি’অর
মার্টিনেল্লির জাদুকরী গোলে শেষ মুহূর্তে সিটিকে রুখল আর্সেনাল
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন যারা:
ইয়াসিন ট্রফি (সেরা গোলরক্ষক): ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি) ও ইংল্যান্ডের হান্না হাম্পটন (চেলসি)।
ইয়োহান ক্রুইফ ট্রফি (সেরা কোচ): পুরুষ বিভাগে পিএসজির লুইস এনরিকে, নারী বিভাগে ইংল্যান্ডের সারিনা উইগমান।
কোপা ট্রফি (তরুণ প্রতিভা): বার্সেলোনার লামিনে ইয়ামাল ও ভিকি লোপেজ।
বর্ষসেরা ক্লাব: পুরুষ বিভাগে পিএসজি, নারী বিভাগে আর্সেনাল।
গার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার): আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর ইয়োরকেরেস ও বার্সেলোনার পোলিশ তারকা এয়া পাজোর।
মানবিক কাজের স্বীকৃতি:
ফুটবলের বাইরে সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছে জানা ফাউন্ডেশন। পিএসজি কোচ লুইস এনরিকের প্রয়াত কন্যার নামে প্রতিষ্ঠিত এই সংস্থা দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে কাজ করে আসছে।
তারকাখচিত এই আয়োজনে শুধু ট্রফি জেতাই নয়, বরং ফুটবলের প্রতিটি দিককে সম্মান জানানো হয়েছে- মাঠের সেরা পারফরমার থেকে শুরু করে মানবিকতার নেপথ্য নায়ক পর্যন্ত। দেম্বেলে ও বনমাতির হাতে সোনালি বল ওঠার মুহূর্তে প্যারিস যেন আবারও ফুটবলের রাজধানীতে রূপ নেয়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ফ টবল র প এসজ
এছাড়াও পড়ুন:
শ্রীলঙ্কা দলে প্রথমবার ডাক পেলেন এসহান, টি-টোয়েন্টিতে ফিরলেন রাজাপাকসে
আসন্ন পাকিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন দাসুন শানাকা। গতিতে তোলপাড় করা তরুণ পেসার এহসান মালিঙ্গা প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আর এই সিরিজে। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি জায়গা পেয়েছেন। যা ত্রিদেশীয় সিরিজের আগেই অনুষ্ঠিত হবে।
২৩ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটার পাভন রতনায়েকে যুক্ত হয়েছেন ওয়ানডে দলে। তাকে দলে নেওয়ার পেছনে সাম্প্রতিক পারফরম্যান্সের চেয়ে বরং ঘরোয়া ক্রিকেটে দীর্ঘমেয়াদি ধারাবাহিকতাই বড় ভূমিকা রেখেছে। যদিও জুলাইয়ের শেষ দিকে তিনি একটি লিস্ট-এ শতক হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছিলেন।
আরো পড়ুন:
ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলবেন তাসকিন!
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ
অন্যদিকে, হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না দিলশান মাদুশাঙ্কা। তার জায়গায় সুযোগ পেয়েছেন মালিঙ্গা। একই সঙ্গে শ্বাসনালির সংক্রমণে ভুগছেন মাথিশা পাথিরানা। ফলে তিনি নেই টি-টোয়েন্টি স্কোয়াডে। পাথিরানার স্থলাভিষিক্ত হয়েছেন আসিথা ফার্নান্দো।
সবচেয়ে উল্লেখযোগ্য প্রত্যাবর্তন ঘটেছে ভানুকা রাজাপাকসের। বছরের শুরুতে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর দুইটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ মিস করেন। তবে সম্প্রতি অনুষ্ঠিত এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার বিস্ফোরক পারফরম্যান্স (মাত্র চার ইনিংসে ১৬৩ স্ট্রাইক রেট) তাকে আবারও জাতীয় দলে ফিরিয়ে এনেছে। মাঝের সারিতে শক্তি যোগাতে এই অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার জন্য বড় স্বস্তি।
তবে বিস্ময়করভাবে বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো। এসএলসি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১২৪। যা নির্বাচকদের চোখে যথেষ্ট প্রভাব ফেলেনি।
বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে এবারও মূল দলে জায়গা পাননি। তবে তিনি নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কা ‘এ’ দলকে। যারা অংশ নেবে দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া রাইজিং স্টারস টি-টোয়েন্টি এশিয়া কাপে। নুয়ানিদু ফার্নান্দোকেও রাখা হয়েছে সেই দলে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, যথাক্রমে ১১, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর ১৭ নভেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, রাওয়ালপিন্ডি ও লাহোরে। ফাইনাল নির্ধারিত হয়েছে ২৯ নভেম্বর।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভন রতনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান ও এহসান মালিঙ্গা।
ত্রিদেশীয় সিরিজে টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, দাসুন শানাকা (সহ-অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, দুশান হেমান্থা, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো ও এহসান মালিঙ্গা।
ঢাকা/আমিনুল