অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ এখন বাজারে পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ব্যবহারকারীরা ফোনগুলোর ব্যবহার অভিজ্ঞতা বিনিময় করছেন। নতুন ১৭ প্রো মডেলের ক্যামেরা নিয়ে নানা আলোচনার পাশাপাশি বেশি আলোচিত হচ্ছে আইফোন এয়ার। এটিই এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন। তবে সরু নকশার কারণে এ মডেলে কিছু ছাড় দিতে হয়েছে। ছোট ব্যাটারি, কম ক্যামেরা এবং আগের আইফোন প্লাস মডেলের তুলনায় বেশি দাম। সব মিলিয়ে আইফোন এয়ার নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল।

আইফোন এয়ারে ব্যবহার করা হয়েছে প্রায় ৩১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এখানে সিলিকন কার্বন প্রযুক্তি নেই, যা তুলনামূলক পাতলা ব্যাটারিতেও বেশি শক্তি সঞ্চয় করতে সক্ষম। তবে ফোনটির ভেতরের উপাদানগুলো ওপরের অংশে গুছিয়ে বসানো হয়েছে, যা প্রকৌশল নকশার অভিনবত্বের উদাহরণ। কিন্তু মূল প্রশ্ন থেকেই যায়। একবার চার্জে ফোনটি কি পুরো দিন চলতে পারবে?

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টমস গাইড জানিয়েছে, পরীক্ষায় আইফোন এয়ার প্রত্যাশার চেয়ে ভালো করেছে। ব্যাটারি ব্যাকআপে এটি প্রায় আইফোন ১৭-এর সমান। পরীক্ষায় দেখা গেছে, ফোনটিতে গড়ে প্রায় ছয় ঘণ্টা স্ক্রিন অনটাইম পাওয়া গেছে। টানা ওয়েব ব্রাউজিংয়ে এটি টিকেছে ১২ ঘণ্টা পর্যন্ত। আইফোন এয়ারের ব্যাটারি আশঙ্কার মতো খারাপ নয়। এর স্থায়িত্ব কিছু ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ মডেলের সঙ্গে তুলনীয়। তবে ফলাফল পুরোপুরি সন্তোষজনকও নয়। কারণ, এ বছর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত আইফোন ১৭ প্রো ম্যাক্স টানা আরও ৬ ঘণ্টা বেশি ব্যবহার করা যায়। ফলে আইফোন এয়ার ব্যবহারকারীদের দিনের মাঝপথে চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে, বিশেষ করে বাইরে থাকলে।

৯ সেপ্টেম্বর অ্যাপলের বার্ষিক সেপ্টেম্বর আয়োজনে নতুন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করা হয়। ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হয়। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে সিরিজের ফোনগুলো বাজারে পাওয়া যাচ্ছে।

সূত্র: নিউজ১৮ ডটকম

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প ট ম বর ব যবহ র

এছাড়াও পড়ুন:

‘জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য’

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, “প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভূমির সংক্রান্ত জটিলতা নিরসনের পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। কিন্তু প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য।”

তিনি বলেন, “সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে আমাদের সবারই উচিত অর্জিত জ্ঞান ও দক্ষতাকে জনসেবায় প্রয়োগ করা। তবেই এই প্রশিক্ষণের প্রকৃত মূল্যায়ন হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

আরো পড়ুন:

ভূমিসেবা নিশ্চিতের মূল ভিত্তি সঠিক সার্ভে ও সেটেলমেন্ট: ভূমি উপদেষ্টা

খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার নয়: ভূমির সিনিয়র সচিব

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ‘বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন, ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১৪০ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৫-২৬ সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান' এ তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাইদুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। প্রশিক্ষণে পাঁচটি ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ