পিকআপ ভ্যান মেরামত করছিলেন চালক ও তাঁর সহকারী, পেছন থেকে ট্রাকের ধাক্কায় নিহত
Published: 24th, September 2025 GMT
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ–সংলগ্ন কল্যাণপুরে চালবোঝাই ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সবজিবাহী পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ট্রাকটির চালকের সহকারী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে পিকআপ ভ্যানের চালক নাজমুল মোল্লা (৩৫) এবং একই উপজেলার পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে পিকআপ ভ্যানটির সহকারী কাওছার মোল্লা (৩০)। তাঁদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
শামীম শেখ জানান, গতকাল রাতে কুষ্টিয়া থেকে সবজি বোঝাই করে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিল পণ্যবাহী পিকআপ ভ্যানটি। পথিমধ্যে দুর্ঘটনাস্থলে ভ্যানটির চাকা ফেটে যাওয়ায় সারানোর কাজ করছিলেন নাজমুল ও কাওছার। এ সময় কুষ্টিয়া থেকে চালবোঝাই ট্রাকটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই নাজমুল ও কাওছারের মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। এর মধ্যে চালক ও তাঁর সহকারী দুর্ঘটনাকবলিত ট্রাকটি ফেলে পালিয়ে যান।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের নিচে চাপা পড়া অবস্থায় নাজমুল ও কাওছারের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকের চালক ও তাঁর সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান। এ ঘটনায় গাড়ি দুটি উদ্ধার করে থানায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প কআপ ভ য ন চ লক ও ত র সহক র দ র ঘটন ভ য নট র চ লক
এছাড়াও পড়ুন:
‘জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য’
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, “প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা ভূমির সংক্রান্ত জটিলতা নিরসনের পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন। কিন্তু প্রশিক্ষণ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান জনগণের কল্যাণে ব্যবহার করাই প্রকৃত সাফল্য।”
তিনি বলেন, “সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ শেষে আমাদের সবারই উচিত অর্জিত জ্ঞান ও দক্ষতাকে জনসেবায় প্রয়োগ করা। তবেই এই প্রশিক্ষণের প্রকৃত মূল্যায়ন হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
আরো পড়ুন:
ভূমিসেবা নিশ্চিতের মূল ভিত্তি সঠিক সার্ভে ও সেটেলমেন্ট: ভূমি উপদেষ্টা
খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার নয়: ভূমির সিনিয়র সচিব
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ‘বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন, ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১৪০ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স-২০২৫-২৬ সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান' এ তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাইদুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। প্রশিক্ষণে পাঁচটি ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ঢাকা/এএএম/এসবি