রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ–সংলগ্ন কল্যাণপুরে চালবোঝাই ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সবজিবাহী পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ট্রাকটির চালকের সহকারী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে পিকআপ ভ্যানের চালক নাজমুল মোল্লা (৩৫) এবং একই উপজেলার পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে পিকআপ ভ্যানটির সহকারী কাওছার মোল্লা (৩০)। তাঁদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।

শামীম শেখ জানান, গতকাল রাতে কুষ্টিয়া থেকে সবজি বোঝাই করে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিল পণ্যবাহী পিকআপ ভ্যানটি। পথিমধ্যে দুর্ঘটনাস্থলে ভ্যানটির চাকা ফেটে যাওয়ায় সারানোর কাজ করছিলেন নাজমুল ও কাওছার। এ সময় কুষ্টিয়া থেকে চালবোঝাই ট্রাকটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ঘটনাস্থলেই নাজমুল ও কাওছারের মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। এর মধ্যে চালক ও তাঁর সহকারী দুর্ঘটনাকবলিত ট্রাকটি ফেলে পালিয়ে যান।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের নিচে চাপা পড়া অবস্থায় নাজমুল ও কাওছারের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকের চালক ও তাঁর সহকারী গাড়ি ফেলে পালিয়ে যান। এ ঘটনায় গাড়ি দুটি উদ্ধার করে থানায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প কআপ ভ য ন চ লক ও ত র সহক র দ র ঘটন ভ য নট র চ লক

এছাড়াও পড়ুন:

দুর্নীতি প্রতিরোধে দুদক-টিআইবির ৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর

দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত কার্যক্রম আরো গতিশীল কর‌তে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ম‌ধ্যে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর হ‌য়ে‌ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।

আরো পড়ুন:

বাগেরহাটের দুদক কর্মকর্তা আবুল হাশেম স্ট্যান্ড রিলিজ

হাবিপ্রবিতে ঘুষের অভিযোগে দুদকের অভিযান

দুদকের পক্ষে মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং টিআইবির পক্ষে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদক ও টিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় দুদক ও টিআইবি দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা, পদ্ধতিগত উৎকর্ষ এবং নৈতিকতার মানোন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, জনসম্পৃক্ততা, অধিপরামর্শ ও প্রচারাভিযান পরিচালনার পাশাপাশি যৌথ উদ্যোগে গবেষণা, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে।

দুদক ও টিআইবি পারস্পরিক সহযোগিতার জন্য গত ২৫ মে ২০১৫ তারিখে দুই বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক করে।

পরবর্তীতে ৫ জুন ২০১৭ তারিখে দুই বছর চার মাস মেয়াদি দ্বিতীয় দফা, ৭ অক্টোবর ২০১৯ তারিখে তিন বছর মেয়াদি তৃতীয় দফা এবং ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে তিন বছর মেয়াদি চতুর্থ দফায় সমঝোতা স্মারক সম্পাদিত হয়। সেই ধারাবাহিকতায় আজ আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি পঞ্চম দফা সমঝোতা স্মারক স্বাক্ষর হলো।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা        

সম্পর্কিত নিবন্ধ