রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দাঁ‌ড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে দ্রুত গতির একটি ট্রাক। এ ঘটনায়  পিকআপ ভ্যানটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আহলা‌দিপুর হাইওয়ে থানার ওসি মো.

শামীম শেখ দুর্ঘটনায় নিহতের তথ্য নি‌শ্চিত করেছেন।

আরো পড়ুন:

কোটি টাকার ট্রমা সেন্টারে নেই সেবা

চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

নিহতরা হলেন- কু‌ষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও প‌শ্চিম মৌজমপুরের শা‌হিন মোল্লার ছেলে কাওসার (৩০)

পুলিশ জানায়, গতকাল রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামু‌খী লেনে দাঁড়িয়ে পিকআপ ভ্যানের চাকা পরিবর্তন করছিলেন চালক ও তার সহকারী। এসময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী। আহলাদিপুর হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে যায়। সেখানকার চি‌কিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহলা‌দিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত দু‌ইটি গাড় কু‌ষ্টিয়া থেকে ঢাকার দিকে যা‌চ্ছিল। প‌থিমধ্যে রাজবাড়ীর কল্যাণপু‌রে দুর্ঘটনা ঘটে। নিহ‌তদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দুইটি জব্দ ক‌রা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা/রবিউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত প কআপ ভ য ন দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ফেসবুক ও অন্যান্য মাধ্যম ব্যবহারের সময় এই ৫ শিষ্টাচার কি আপনি মেনে চলেন?

১. শুধু পরিচিত ব্যক্তিদেরই বন্ধুতালিকায় রাখুন

একজন মানুষ সম্পর্কে কিছুই না জেনে হুট করে আমরা সাধারণত তার বন্ধু হয়ে যাই না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা হয়তো শুধু কারও ডিপি (ডিসপ্লে পিকচার) দেখেই তাকে বন্ধু হওয়ার জন্য ‘অ্যাড রিকোয়েস্ট’ দিই, অথবা কারও বন্ধু ‘রিকোয়েস্ট অ্যাকসেপ্ট’ (অনুরোধ গ্রহণ) করি।

যেহেতু আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সে আমাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য শেয়ার করি, তাই অপরিচিত ব্যক্তিদের বন্ধুতালিকায় রাখার মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য ও ছবি একজন অপরিচিত মানুষের সামনে উন্মুক্ত করে রাখছি।

এটি আমাদের জন্য নানা ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই অপরিচিত কাউকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুতালিকায় না রাখাই ভালো।

২. মন্তব্য করার সময় সতর্ক থাকা

চলতি বছরের মার্চ মাসে রাকিবুল হাসান নামের এক ফেসবুকধারী অভিনেত্রী শবনম ফারিয়ার একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করেন। ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিনেত্রী।

ভাইরাল সেই পোস্টের কিছুদিন পরেই রাকিবুল হাসান যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, সেখান থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করতে গিয়ে কোথায় থামতে হবে, সেটা জানা জরুরি।

তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই কোনো না কোনোভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের স্বীকার হন। কোথাও মন্তব্য করার আগে আমাদের খেয়াল রাখা উচিত, মন্তব্যটির কারণে আমরা যেন কোনোভাবেই বিদ্বেষ না ছড়াই।

একই সঙ্গে নিজের মন্তব্য কারও অনুভূতিতে যেন আঘাত না হানে, সেদিকে খেয়াল রাখা জরুরি।

আরও পড়ুনসুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি কম পোস্ট করেন১৯ সেপ্টেম্বর ২০২৫৩. অনুমতি ছাড়া অন্যের ছবি আপলোড নয়

তানজিলা (ছদ্মনাম) তাঁর বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বেশ কিছু ছবি তুললেন। তিনি বন্ধুদের বলেছিলেন, তাঁরা যেন এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করেন।

কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই তানজিলা দেখেন, তাঁর বন্ধুরা এরই মধ্যে সেসব ছবি ফেসবুকে আপলোড করে দিয়েছেন। কারও কাছে হয়তো মনে হতে পারে, বন্ধুদের মাঝে এটা হতেই পারে, এ আর এমন কি! কিন্তু কারও ছবিই তাঁর অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করা উচিত নয়।

এতে তাঁর হয়তো কোনো ক্ষতি হতে পারে, যা আমরা জানিই না। তাই অবশ্যই কারও সঙ্গে ছবি তুলে তা পোস্ট করার আগে তাঁর অনুমতি নিন।

সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার আগে তা সত্য কি না, যাচাই করে নিন

সম্পর্কিত নিবন্ধ