Risingbd:
2025-10-03@07:08:39 GMT

বিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক

Published: 29th, September 2025 GMT

বিজয়ের বাড়িতে বোমা আতঙ্ক

দক্ষিণী সিনেমার অভিনেতা ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট থালাপাতি বিজয়ের বাড়িতে বোমা রাখা হয়েছে—এমন খবরের ভিত্তিতে এ অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে চেন্নাই পুলিশ। ইকোনোমিক টাইমস এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার (২৯ সেপ্টেম্বর) একটি ফোন কল পায় চেন্নাই পুলিশ। যেখানে বলা হয়, তামিলাগা ভেটরি কাজাগম-এর প্রধান ও অভিনেতা জোসেফ বিজয়ের চেন্নাইয়ের ইসিআর, নীলানকারাইয়ের বাসভবনে বোমা রাখা হয়েছে।  

আরো পড়ুন:

পদদলিত হয়ে মৃত্যু: বিজয়কে চড়া মূল্য দিতে হবে?

যে কারণে বিজয়ের জনসভায় এত প্রাণহানি

এই সতর্কবার্তা পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। একটি বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়। বিশেষজ্ঞরা বাড়ির ভিতরে ও বাইরে সম্পূর্ণভাবে তল্লাশি চালায়। বিজয়ের বাড়ির বাইরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। 

শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রেখে তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজনে পরিণত হয়েছেন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিল নাড়ুর করুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। এর মধ্যে ১৮ জন নারী, ১৩ জন পুরুষ। ৫ জন কম বয়সি মেয়ে ও ৫ জন কম বয়সি ছেলে রয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় ৪১ জন মারা গেছেন। প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ৩৪ জন করুর জেলার। ইরোড, তিরুপুর এবং ডিন্ডিগুল জেলার ২ জন, সেলম জেলার ১ জন বলে জানা গেছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ব জয় র

এছাড়াও পড়ুন:

জনসভায় প্রাণহানির ঘটনা নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ু রাজ্যে জনসভায় পদদলিত হয়ে ৪১ জন নিহত হওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। আজ মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।

৪ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওতে চলচ্চিত্রের ভঙ্গিমায় দীর্ঘ বিরতি দিয়ে দিয়ে বক্তব্যে থালাপতি বিজয় বলেন, ‘আমার জীবনে আগে কখনো এমন বেদনাদায়ক পরিস্থিতির সম্মুখীন হইনি।’ তিনি সমর্থকদের তাঁদের ‘অপরিসীম ভালোবাসা ও প্রত্যাশার’ জন্য ধন্যবাদ জানান। শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

বিজয় বলেন, ‘মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যদি আমাদের দোষ খুঁজে বের করতে মরিয়া হন, সেটা আমার সঙ্গে করুন। তাঁদের (আমার সমর্থকদের) এতে জড়াবেন না। আমি বাড়িতে বা অফিসে থাকব। আমার বিষয়ে যে সিদ্ধান্ত নিতে চান, তা-ই করুন।’

দক্ষিণের চলচ্চিত্রের এই শক্তিমান অভিনেতা বলেন, ‘আমার জীবনে আগে কখনো এতটা বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হইনি। এটি সত্যিই বেদনাদায়ক। লোকজন আমার প্রতি বিশ্বাস ও ভালোবাসার কারণে সেখানে ভিড় করেছিলেন। আমি পুলিশ বিভাগকে নিরাপত্তার ব্যর্থতা নিয়ে তদন্তের জন্য অনুরোধ করব। এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণহানির কারণে আমি গভীর শোকে আচ্ছন্ন।’

বক্তব্যের এক পর্যায়ে মর্মান্তিক এ ঘটনায় ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন থালাপতি। তিনি বলেন, ‘আমি অন্তত পাঁচটি জেলায় প্রচার চালিয়েছি। কিন্তু প্রাণহানির ঘটনা শুধু করুরেই ঘটল কেন? মানুষ সত্য ঘটনা জানে। মানুষ সব কিছু দেখছে। যখন করুরের মানুষ নিজেরাই সত্য উন্মোচন করা শুরু করল, তখন আমি অনুভব করলাম, যেন ঈশ্বর নিজেই সত্য বলছেন।’

থালাপতির বক্তব্যে কিছুটা শোক, অভিযোগ ও চ্যালেঞ্জের মিশ্রণ ছিল। তিনি বলেন, সমাবেশটি সরকার নির্ধারিত স্থানেই হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা কিছুই ভুল করিনি।’

অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি পুলিশের বিরুদ্ধে তাঁর দলকে অন্যায়ভাবে নিশানা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বন্ধুদেরও নামেও মামলা করা হচ্ছে।’

সম্পর্কিত নিবন্ধ

  • জনসভায় প্রাণহানির ঘটনা নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন থালাপতি বিজয়