এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না : আবদুল্লাহ আল আমিন
Published: 29th, September 2025 GMT
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। প্রত্যেক জাতি, ধর্ম, বর্নের লোক নাগরিক হিসেবে এই দেশে পুর্ন মর্যাদা ভোগ করবে। আমরা সেই মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
সোমবার নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এই মন্তব্য করেন তিনি। এদিন শহরের রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, সাহাপাড়া, বলদেব জিউর আখড়া সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে সাক্ষাত করেন।
আবদুল্লাহ আল আমিন বলেন, আমরা নারায়ণগঞ্জে শহীদ রিয়া গোপ নামে একটি হেল্পডেস্ক স্থাপন করেছি। পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য এই ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া ৭ টি থানায় আমাদের মনিটরিং টিম করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের পাশে আমরা সর্বাত্মক সহযোগীতা করতে প্রস্তুত।’
এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু সহ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কাশীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ গণসংযোগে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং ভোটারদের সামনে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, আমরা নির্বাচিত হই বা না হই—ফতুল্লা বাসীর সুখে–দুঃখে পাশে থাকবো। বহু এমপি নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচনের পর জনতার কথা ভুলে যান। আমরা সেই ধারার নই।
আমাদের নেতা পীর সাহেব চরমোনাই জনদরদী মানুষ; দেশ, জাতি ও ইসলামের কল্যাণে তিনি আজীবন কাজ করছেন। আমরা তাঁর অনুসারী হিসেবে জনগণের সেবায় নিজেকে নিবেদিত রাখবো ইনশাআল্লাহ।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আমান উল্লাহ, কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইন রানা এবং ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীল ও তৃণমূল নেতৃবৃন্দ।