শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে আবারো সচল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম।

একটানা আটদিনের ছুটি শেষে শনিবার সকাল ৯টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। তবে স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশনের কার্যক্রম ছিল স্বাভাবিক।

আরো পড়ুন:

আমদানির সঙ্গে রপ্তানিও বাড়াতে বললেন রংপুর বিভাগীয় কমিশনার

৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাব্বির আহম্মেদ জিসান জানান, ছুটি শেষে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারতীয় পাথরসহ বিভিন্ন পণ্যবাহী ৩০টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একইসঙ্গে রপ্তানির উদ্দেশ্যে পণ্য বোঝায় ট্রাক ভারতে গেছে।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, “দুই দেশের ব্যবসায়ীদের পারস্পারিক সিদ্ধান্তে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত একটানা আটদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল সোনামসজিদ স্থলবন্দরের।  তবে ছুটি শেষে শনিবার পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। দুই দেশের পণ্যভর্তি ট্রাক যাওয়া-আসার মধ্যে দিয়ে বন্দরে শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে।”

স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশনের কার্যক্রম ছিল স্বাভাবিক বলেও নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম।

ঢাকা/মেহেদী/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আমদ ন আমদ ন

এছাড়াও পড়ুন:

আমদানির সঙ্গে রপ্তানিও বাড়াতে বললেন রংপুর বিভাগীয় কমিশনার

রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি) বলেছেন, “দেশের রাজস্ব বৃদ্ধিতে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি হচ্ছে, যা অর্থনীতিকে চাঙ্গা রাখছে। তবে শুধু আমদানির ওপর নির্ভর না করে রপ্তানিও বৃদ্ধি করতে হবে—এটাই এখন সময়ের দাবি।”

শনিবার (৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন চেকপোস্ট, জিরো পয়েন্ট এবং উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি

‘অর্থনীতিকে ফুলিয়ে ফাপিয়ে দেখিয়ে গত সরকার ব্যবসায়িদের ঝুঁকিতে ফেলেছে’

বিভাগীয় কমিশনার বলেন, “হিলি স্থলবন্দর দেশের রাজস্ব খাতে একটি বড় অবদান রাখছে। দুর্গাপূজা উপলক্ষে ছয়দিনের বন্ধের পর আজ থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম সরেজমিনে দেখে খুব ভালো লাগলো। আমদানির পাশাপাশি রপ্তানিও বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে আরো ইতিবাচক প্রভাব পড়বে।”

তিনি বলেন, “রপ্তানি বাড়াতে হলে আমাদের স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং বিদেশে বাংলাদেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে। সরকার এ লক্ষ্যেই কাজ করছে। বাণিজ্যিক সম্ভাবনাময় হিলি বন্দরকে আরো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।”

এ সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী অতিরিক্ত সচিব মোছা. হুমায়েরা বেগম, পিএস মো. রেজাউল করিম, হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী ভুমি কমিশনার (এসি ল্যান্ড) মো. সাব্বির হোসেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক, হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা প্রমুখ।

পরিদর্শনকালে তিনি বন্দর এলাকার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে যুক্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এছাড়া তিনি স্থানীয় প্রশাসনকে বন্দর এলাকার শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন।

ঢাকা/মোসলেম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • আমদানির সঙ্গে রপ্তানিও বাড়াতে বললেন রংপুর বিভাগীয় কমিশনার