নৌ উপদেষ্টার সঙ্গে আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক
Published: 4th, October 2025 GMT
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী হি.ই. সুহাইল মোহাম্মদ আল মাজরুই-র সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুবাইয়ে গুরুত্বপূর্ণ এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। শনিবার (৪ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
নৌ মন্ত্রণালয়ের প্রকল্প থেকে ২৪৮০ কোটি টাকা সাশ্রয়: উপদেষ্টা
আইএমও কাউন্সিলে বাংলাদেশের সমর্থন দাবি নৌপরিবহন উপদেষ্টার
বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি, বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বন্দর সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠকে ইউএই-এর জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এডি পোর্টস এবং ডিপি ওয়ার্ল্ড প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মন্ত্রী জানান, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নৌপরিবহন উপদেষ্টা এ সময় সংযুক্ত আরব আমিরাতে ইতিমধ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশি নাবিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।
এ বিষয়ে ইউএই মন্ত্রী আশ্বাস দেন, বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।
নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য ইউএই সরকারের প্রতি আহ্বান জানান। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও তিনি মত প্রকাশ করেন।
এ সময় উপদেষ্টা আসন্ন আইএমও কাউন্সিল নির্বাচনে (২০২৬-২০২৭ মেয়াদে) ‘সি’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আইএমও এবং এর আওতাভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বৈঠকের শেষে উভয় পক্ষই বন্ধুপ্রতিম এই দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা/এএএম/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন উপদ ষ ট ন পর বহন সহয গ ত মন ত র
এছাড়াও পড়ুন:
দুবাইয়ে বিশ্ব সমুদ্র দিবস প্যারালাল ইভেন্টে নৌপরিবহন উপদেষ্টা
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) আয়োজিত “বিশ্ব সমুদ্র দিবস প্যারালাল ইভেন্ট ২০২৫”-এ অংশগ্রহণ করেছেন।
শনিবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএমও প্রতি বছর মনোনীত দেশে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে থাকে। অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, কূটনীতিক, নৌপরিবহন বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকেরা এতে অংশগ্রহণ করেন। আগামী বছর এই সম্মেলন দক্ষিণ কোরিয়ার সিউলে হবে।
সম্মেলনের বিভিন্ন প্যানেল আলোচনায় সমুদ্র ও নৌপরিবহন খাতসংক্রান্ত নীতিনির্ধারণী ও প্রযুক্তিগত নানা বিষয় উঠে আসে।
উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন “সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে টেকসই মহাসাগর ব্যবস্থাপনা” শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি বিশেষ করে উন্নয়নশীল ও বিশেষভাবে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কৌশল গ্রহণের প্রয়োজনিয়তা তুলে ধরেন।
তিনি তার বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতি (ব্লু ইকোনমি) বিকাশে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত জরুরি।”
প্যানেল আলোচনার পাশাপাশি উপদেষ্টা বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশের নৌপরিবহন খাতের সাম্প্রতিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আসন্ন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাউন্সিল নির্বাচন (ডিসেম্বর ২০২৫)-এ ‘সি’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে সমর্থন আদায়ে তিনি সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।
ঢাকা/এএএম//