দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে বাজারে কেজি প্রতি কাঁচা মরিচের দাম ১৩০ টাকা কমেছে। রাতারাতি দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

রবিবার (৫ অক্টোবর) হিলি বাজার ঘুরে জানা যায়, এক দিনের ব্যবধানে পাইকারিতে কাঁচা মরিচে দাম অর্ধেকে নেমেছে। শনিবার দিনভর ২৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ আজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি হিসেবে।

মোখছেদ আলী নামের এক ক্রেতা বলেন, ‘‘গত পরশু ২৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ ১৩০ টাকা কেজিতে কিনলাম। দাম কমায় আমরা খুশি।’’

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, ‘‘গতকাল থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমে গেছে। আজ ১৩০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি। আশা করছি, দাম আরো কমবে।’’

এর আগে, দুর্গাপূজার ছুটিতে টানা ৬ দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে কাঁচা মরিচের দাম হু হু করে দাম বেড়ে যায়। শনিবার থেকে ফের আমদানি শুরু হয়েছে।

ঢাকা/মোসলেম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ১৩০ ট ক দ ম কম আমদ ন

এছাড়াও পড়ুন:

চিত্রকর্মটি বিক্রি হলো ২,৮৯১ কোটি টাকায়

পোর্ট্রেট অব এলিজাবেথ লেডেরার এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রকর্মের তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। প্রথমে রয়েছে জগদ্বিখ্যাত ইতালিয়ান শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘সালভাতর মুন্দি’। যিশুখ্রিষ্টকে নিয়ে আঁকা চিত্রকর্মটি ২০১৭ সালে ৪৫ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

পোর্ট্রেট অব এলিজাবেথ লেডেরার আঁকা হয় ১৯১৪ থেকে ১৯১৬ সালের মধ্যে। অস্ট্রিয়ার প্রভাবশালী ইহুদি পরিবারের মেয়ে এলিজাবেথ লেডেরারের বাবা অগাস্ট লেডেরার ছিলেন ক্লিমটের বড় পৃষ্ঠপোষক। ১৯৩৮ সালে অস্ট্রিয়া দখলের সময় চিত্রকর্মটি জব্দ করে নাৎসি বাহিনী। আশির দশকে সেটি আবার চিত্রকর্মের বাজারে আসে। তখন থেকেই এটি ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল।

গুস্তাফ ক্লিমট

সম্পর্কিত নিবন্ধ