বিপিএলসহ তিন কমিটির দায়িত্বে সভাপতি আমিনুল, কোথাও নেই ফারুক
Published: 7th, October 2025 GMT
প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে গতকাল শেষ হয়নি বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা। মুলতবি সভার বাকি অংশ হয়েছে আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে।
সভায় বিসিবির ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বণ্টন হয়েছে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে, সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনেরও।
বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্বটা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজের কাছেই রেখেছেন। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান। সর্বশেষ বোর্ডে বিপিএল প্রধান ছিলেন সাবেক পরিচালক মাহবুবুল আনাম। গতকাল অনুষ্ঠিত এবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেননি তিনি।
সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন, বিসিবি সভাপতি নিজেই স্থায়ী কমিটিগুলোর প্রধান নির্বাচন করে বোর্ডকে তা জানিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত পরিচালকেরাও তা সাদরে গ্রহণ করেছেন।
বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটিও নিজের কাছেই রেখেছেন আমিনুল। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আগে থেকেই এই কমিটির দায়িত্বে থাকা নাজমূল আবেদীনকে। আরেকটি গুরুত্বপূর্ণ কমিটি গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক।বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব।
বিপিএলের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি। এ ব্যাপারে জানতে চাইলে ইফতেখার রহমান বলেছেন, ‘স্বাভাবিকভাবে বোর্ডে সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। এটা ওনার বিষয়—উনিই ভালো বলতে পারবেন।’ ফারুক অবশ্য পুরো সভায় ছিলেনও না। ব্যক্তিগত কাজ থাকায় সভা শেষ হওয়ার আগেই চলে যান তিনি।
ইফতেখার রহমান জানান, বিভিন্ন কমিটির চেয়ারম্যানরাই ঠিক করবেন কমিটির বাকি সদস্য কারা হবেন। তবে তিনি জানিয়েছেন, বিসিবির কাউন্সিলদের যাঁরাই কাজ করতে আগ্রহী, তাঁদের বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে।
পরিচালকেরা কে কোন কমিটির দায়িত্বেওয়ার্কিং কমিটি— আমিনুল ইসলাম
ক্রিকেট অপারেশনস কমিটি— নাজমূল আবেদীন
অর্থ কমিটি— এম নাজমুল ইসলাম
ডিসিপ্লিনারি কমিটি— ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট কমিটি— ইসতিয়াক সাদেক
বয়সভিত্তিক ক্রিকেট— আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি— আমিনুল ইসলাম
ফ্যাসিলিটিজ কমিটি— শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি— ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি— শাখাওয়াত হোসেন
অডিট কমিটি— মুখলেসুর রহমান
মহিলা উইং— আবদুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি— ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
মেডিকেল কমিটি— মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি— আবুল বাশার
মিডিয়া কমিটি— আমজাদ হোসেন
সিসিডিএম— আদনান রহমান
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটি— জুলফিকার আলী খান
বাংলাদেশ টাইগার্স— রাহাত শামস
ওয়ালফেয়ার কমিটি— মুখছেদুল কামাল
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইফত খ র রহম ন ন কম ট র ক উন স ল ল ইসল ম স কম ট ট কম ট আম ন ল ব প এল
এছাড়াও পড়ুন:
বিপিএলসহ তিন কমিটির দায়িত্বে সভাপতি আমিনুল, কোথাও নেই ফারুক
প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে গতকাল শেষ হয়নি বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা। মুলতবি সভার বাকি অংশ হয়েছে আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে।
সভায় বিসিবির ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বণ্টন হয়েছে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে, সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনেরও।
বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্বটা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজের কাছেই রেখেছেন। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান। সর্বশেষ বোর্ডে বিপিএল প্রধান ছিলেন সাবেক পরিচালক মাহবুবুল আনাম। গতকাল অনুষ্ঠিত এবারের পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নেননি তিনি।
সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন, বিসিবি সভাপতি নিজেই স্থায়ী কমিটিগুলোর প্রধান নির্বাচন করে বোর্ডকে তা জানিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত পরিচালকেরাও তা সাদরে গ্রহণ করেছেন।
বিপিএল গভর্নিং কাউন্সিল ছাড়াও ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটিও নিজের কাছেই রেখেছেন আমিনুল। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আগে থেকেই এই কমিটির দায়িত্বে থাকা নাজমূল আবেদীনকে। আরেকটি গুরুত্বপূর্ণ কমিটি গেম ডেভেলপমেন্টের প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক।বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান হয়েছেন আসিফ আকবর।
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব।
বিপিএলের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ফারুক আহমেদ কোনো কমিটিরই প্রধান হননি। এ ব্যাপারে জানতে চাইলে ইফতেখার রহমান বলেছেন, ‘স্বাভাবিকভাবে বোর্ডে সভাপতিই সিদ্ধান্ত নেন কাকে কোথায় রাখবেন। এটা ওনার বিষয়—উনিই ভালো বলতে পারবেন।’ ফারুক অবশ্য পুরো সভায় ছিলেনও না। ব্যক্তিগত কাজ থাকায় সভা শেষ হওয়ার আগেই চলে যান তিনি।
ইফতেখার রহমান জানান, বিভিন্ন কমিটির চেয়ারম্যানরাই ঠিক করবেন কমিটির বাকি সদস্য কারা হবেন। তবে তিনি জানিয়েছেন, বিসিবির কাউন্সিলদের যাঁরাই কাজ করতে আগ্রহী, তাঁদের বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ থাকবে।
পরিচালকেরা কে কোন কমিটির দায়িত্বেওয়ার্কিং কমিটি— আমিনুল ইসলাম
ক্রিকেট অপারেশনস কমিটি— নাজমূল আবেদীন
অর্থ কমিটি— এম নাজমুল ইসলাম
ডিসিপ্লিনারি কমিটি— ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট কমিটি— ইসতিয়াক সাদেক
বয়সভিত্তিক ক্রিকেট— আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি— আমিনুল ইসলাম
ফ্যাসিলিটিজ কমিটি— শানিয়ান তানিম
আম্পায়ার্স কমিটি— ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি— শাখাওয়াত হোসেন
অডিট কমিটি— মুখলেসুর রহমান
মহিলা উইং— আবদুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি— ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
মেডিকেল কমিটি— মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি— আবুল বাশার
মিডিয়া কমিটি— আমজাদ হোসেন
সিসিডিএম— আদনান রহমান
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট কমিটি— জুলফিকার আলী খান
বাংলাদেশ টাইগার্স— রাহাত শামস
ওয়ালফেয়ার কমিটি— মুখছেদুল কামাল