ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা আইরিন সুলতানা। এরই মধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। মাঝে বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতি ভেঙে অভিনয়ে ফিরছেন আইরিন। জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসানের ‘মহল্লা’ ধারাবাহিকে দেখা যাবে তাকে। এতেও একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
পুরান ঢাকার গল্প নিয়ে গড়ে উঠেছে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘মহল্লা’। এরই মধ্যে পুরান ঢাকা, সদরঘাট, উত্তরা ও ফার্মগেটের বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। বিদ্যুৎ রায়ের রচনায় এই দীর্ঘ ধারাবাহিকটি পয়লা নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
আরো পড়ুন:
ফারিয়া কেন ‘নোংরা’ মন্তব্যের শিকার?
ব্যাচেলর পয়েন্ট: অবশেষে ফিরছেন নেহাল
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবিন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা, অনুভব মাহবুব প্রমুখ।
নতুন ধারাবাহিক প্রসঙ্গে ফরিদুল হাসান বলেন, “এটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত এই শহরে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক যেসব ঘটনা ঘটে, তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হচ্ছে। এতে অনেক জনপ্রিয় শিল্পীরা অভিনয় করছেন। অস্থির সময়ে স্বস্তি দিবে মহল্লা। পরিবার নিয়ে দেখার মতো একটি গল্প। আমরা প্রায়ই শুনে থাকি পরিবারের গল্প হয় না। তা অনেকটাই ভুল। কারণ, পরিবারের গল্প হয় তবে তুলনামূলক কম। তবে আমি বরাবরই পারিবারিক গল্পকে গুরুত্ব দিই। বর্তমান সময়ের দর্শকদের চাহিদা মাথায় রেখেই ‘মহল্লা’ নির্মাণ করছি।”
ধারাবাহিকটি নিয়ে আইরিন বলেন, “এতে আমি ‘মধু’ চরিত্রে অভিনয় করছি। মধু জনপ্রিয় একজন চিত্রনায়িকা। তাকে পুরান ঢাকার একটি মহল্লায় ঘুড়ি উৎসবে পারফর্ম করার জন্য নেওয়া হয়। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। আশা করছি, ধারাবাহিকটি প্রচারে এলে সবার পছন্দ হবে।”
যাহের আলভী বলেন, “আমার পুরান ঢাকায় বেড়ে ওঠা। মহল্লায় আমাদের অনেক গল্প আছে সেসব পর্দায় তুলে ধরা হচ্ছে।”
গল্পের প্রয়োজনে ‘মহল্লা’ ধারাবাহিকে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গান রয়েছে। এটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এই গায়ক। গানের কথা লিখেছেন বিদ্যুৎ রায়। মাইকেল বাবুর কোরিওগ্রাফিতে আইটেম গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন। সাজসজ্জায় টিটু শিকদার।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র জনপ র য় র গল প মহল ল আইর ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের মেসি—প্রশংসা শুনে হামজা বললেন, ফুটবল একজনের খেলা নয়
হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গত সোমবার ঢাকায় এসেছেন। প্রথম দিনেই যোগ দেন অনুশীলনে। আজ দ্বিতীয় দিনে জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হামজা চৌধুরী। সিলেটের আঞ্চলিক ভাষায় উত্তর দিয়েছেন বেশি। কিছু কথা বলেছেন সিলেটির সঙ্গে ইংরেজি মিশিয়ে।
বাংলাদেশ দল মনে করে হামজা বাংলাদেশের লিওনেল মেসি। হামজা নিজে কী মনে করেন। অনুশীলনে যাওয়ার আগে এটাই ছিল হামজার কাছে শেষ প্রশ্ন। লেস্টার সিটির ফুটবলারের কণ্ঠে বিনয়, ‘অবশ্যই না। এটা দলীয় গেম। এমনকি মেসিও যদি বাংলাদেশের হয়ে খেলতেন...তবুও আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতই। ফুটবল কখনো একজনের খেলা নয়। বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই।’
শেষটা টেনেছেন এভাবে, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যেভাবে একটা জাতি হিসেবে আছি, সেভাবেই ঐক্যবদ্ধ থাকা। ইনশা আল্লাহ, আমরা একসঙ্গে থাকলে সফল হতে পারব।’
আরও পড়ুনহংকং ম্যাচের প্রাথমিক দলে যুক্তরাষ্ট্রপ্রবাসী জায়ান২৮ সেপ্টেম্বর ২০২৫চাপ সব দেশের লাগিই আছে। আমরা তরুণ দল। অভিজ্ঞতা লইয়া আমরা ইনশা আল্লাহ সফল টিম হইমু।হামজা চৌধুরী৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবলপ্রেমীরা হামজার দিকে তাকিয়ে। তিনি নিজে তৈরি? কতটা মানিয়ে নিতে পেরেছেন দলের সঙ্গে? উত্তরটা দেন এভাবে, ‘আমি ভালোভাবে মানিয়ে নিছি। তৃতীয়বারের মতো আমি আইছি। আমার সম্পর্ক খুব ভালো অইছে, প্লেয়ারের সঙ্গে, কোচের সঙ্গে। টিম সপ্তাহখানেক ধরে কঠিন পরিশ্রম করতেছে। খুব ভালা লাগতেছে। আমরা জিতমু।’
জাতীয় স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে অনুশীলনে হামজা চৌধুরী