কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছু‌রিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ শুরু হওয়ার আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রি এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মা-বাবাকে হত্যার পর ঘরে লাশ পুঁতে রাখার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

তিনি বলেন, ‘‘ছুরিসহ গ্রেপ্তার যুবকের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করছি, বড় কোনো অপরাধ ঘটানোর জন্য তিনি আগে থেকে এজলাস কক্ষে অবস্থান নিয়েছিলেন।’’

জুম্মান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে। তার বিরুদ্ধে তিনটা মামলা রয়েছে।

কোর্ট পুলিশ সূত্র জানায়, বেলা ১১টার দিকে কোর্ট পুলিশের সদস্যরা আসামি নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় সদর কোর্টে হাজির হন। আদালতের বিচারকাজ শুরু হওয়ার আগে এজলাস কক্ষে আগে থেকে বসে থাকা সবাইকে বাইরে বের হয়ে যেতে বলা হয়। এ সময় সবাই বের হয়ে গেলেও জুম্মান খান বসেই থাকেন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে কোর্ট পুলিশের সদস্যরা তল্লাশি করে প্যান্টের পেছন পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ারের ড্যাগার বা ছুরি উদ্ধার করেন। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘‘এজলাস কক্ষের ভেতর ধারালো ছুরি রাখার অভিযোগে জুম্মান খান নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুই আট নম্বরের ম্যাচে ডি ক্লার্কের ঝড়ে দক্ষিণ আফ্রিকার ভারত জয়

টপ ও মিডল অর্ডারে ব্যাটিং ধস হবে। এরপর একজন হাল ধরবেন, উদ্ধার করবেন দলকে। এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ নিয়মিতই দেখছে এমন কিছু। বৃহস্পতিবার সর্বশেষ ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে তো দুই ইনিংসেই এমন ছবি। বিশাখাপট্টনমের সেই ম্যাচে ভারতের আট নম্বর ব্যাটার রিচা ঘোষের ৯৪ ছাপিয়ে গেল দক্ষিণ আফ্রিকার আট নম্বর নাদিন ডি ক্লার্কের ৮৪। ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে যে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন এই অলরাউন্ডার। ভারত পেয়েছে প্রথম হারের স্বাদ।

১০২ রানে ৬ উইকেট হারানোর পর ভারত অলআউট হওয়ার আগে ২৫১ রান করতে পেরেছিল রিচার ৭৭ বলের ৯৪ রানের ইনিংসে। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা ৮১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর ওপেনার লরা ভলভার্ট (৭৭০ ও সাতে নামা ক্লোয়ি ট্রাইওন (৪৯) রানটাকে ১৪২-এ নিয়ে যান। ভলভার্টের বিদায়ে ডি ক্লার্ক নামেন ব্যাটিংয়ে। ট্রাইওন যখন ফেরেন ৪৫.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২১১/৭।

ভারতের হয়ে আটে নেমে ৯৪ রান করেছেন রিচা ঘোষ

সম্পর্কিত নিবন্ধ