জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিল বের হয়। সাহেববাজার জিরো পয়েন্ট, সোনাদিঘী মোড় ও মনিচত্বর ঘুরে গণকপাড়া বাটারমোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

আরো পড়ুন:

সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত

রাকসু নির্বাচন: ভোটের প্রচারে প্রার্থীদের অভিনব কৌশল

সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ডা.

মো. জাহাঙ্গীর। তিনি বলেন, ‍“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জুলাই সনদ বাস্তবায়ন খুবই জরুরি।”

সমাবেশে আরো বক্তব্য দেন- রাজশাহী-৩ আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ, মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ডা. এমাজ উদ্দীন মণ্ডল ও সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন আহমেদ।

ঢাকা/কেয়া/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। সেনারা এখন চুক্তিতে সম্মত মোতায়েনের লাইনে ফিরে গেছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর থেকে সেনারা ‘নতুন মোতায়েনের লাইন বরাবর নিজেদের অবস্থান নিতে শুরু করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, “দক্ষিণ কমান্ডের আইডিএফ সেনাদের এলাকায় মোতায়েন করা হয়েছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি অপসারণ অব্যাহত রাখবে।”

বর্তমানে গাজা উপত্যকার ৫৩ শথাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে আইডিএফ। এই অঞ্চলগুলোর বেশিরভাগই নগর অঞ্চলের বাইরে পড়ে।

গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে মিশরের শার্ম আল শেখে ইসরায়েল ও হামাসের মধ্যে তিন দিনের পরোক্ষ আলোচনা হয়। এরপর বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির বিষয়ে সমঝোতা হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি এবং ২৮ জনের মৃতদেহ ফেরত দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি অনুমোদন করেছে। এরপর থেকেই গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ