সোনারগাঁয়ে আওয়ামীলীগ কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সনমান্দী ইউনিয়ন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলটি সনমান্দী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দীন মজনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, সনমান্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক খন্দকার রেজাউল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক মোল্লা , সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল মোল্লা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুশিফুকুল ইসলাম মোহন, সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাফির উদ্দীন মজনু তার বক্তব্যে বলেন,“আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে মিথ্যা অপবাদ দিয়ে বিএনপিকে দুর্বল করার অপচেষ্টায় নেমেছে। কিন্তু দেশের জনগণ এখন সব বুঝে গেছে। বিএনপির প্রতি মানুষের ভালোবাসা রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। আমরা মাঠে আছি, জনগণের পাশে আছি এবং থাকব।”

আশরাফ মোল্লা বলেন,যারা আমাদের বিএনপির বিরুদ্ধে জনগনের কাছে মিথ্যা অপ্রচার চালাচ্ছেন আমরা তাদের হুশিয়ারি করতে চাই,আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন আমরা আর কোন ছাড় দিব না। অতএব আপনাদের নেত্রী কিন্তু পালিয়ে গেছে।

এদেশে কারা ফ্যাসিস্ট তৈরি করেছে কারা ফ্যাসিস্ট সরকার বানিয়েছে ওরা চলে গেছে আনাগোনা করেন তাদের সাবধান করে দিচ্ছে। আর যদি আমাদের কাজে ভালো সৃষ্টি করেন আপনাদের সাবধানে হয়ে যান।

সমাবেশে বিএনপির অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ সনম ন দ ব এনপ র স ন রগ উপজ ল

এছাড়াও পড়ুন:

বিশ্বকাপের টিকিট কাটল ঘানা

পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঘানা। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে গতকাল রাতে মোহাম্মদ কুদুসের গোলে কোমোরোসকে ১–০ গোলে হারিয়েছে ‘ব্ল্যাক স্টার্স’খ্যাত দলটি।

এর ফলে আফ্রিকার উত্তরাঞ্চলের বাইরের প্রথম দেশ হিসেবে এবার বিশ্বকাপে জায়গা করল ঘানা। এর আগে আফ্রিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আলজেরিয়া, মিসর, মরক্কো ও তিউনিসিয়া। এই দেশগুলো উত্তর আফ্রিকার, ঘানা পশ্চিমের।

আক্রায় পাওয়া এই জয়ে গ্রুপ ‘আই’তে ঘানার পয়েন্ট ১০ ম্যাচে ২৫। দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছে তারা। ৯ গ্রুপের রানার্সআপদের মধ্যে শীর্ষ চারে থেকে আঞ্চলিক প্লে–অফ নিশ্চিত করতে মাদাগাস্কারকে মালির বিপক্ষে জিততেই হতো। কিন্তু বামাকোতে গতকাল রাতে মালির কাছে ৪–১ গোলে হেরে লড়াই থেকে ছিটকে গেছে তারা।

আরও পড়ুন১২ বছর পর বিশ্বকাপে মাহরেজের আলজেরিয়া, রইল বাকি ২৮১০ অক্টোবর ২০২৫

ঘানা অবশ্য এই ম্যাচের আগেই নিজেদের পঞ্চম বিশ্বকাপ টিকিট নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল। ঘানাকে পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে মাদাগাস্কারকে গতকাল নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি পোষাতে হতো ৮ গোলের ঘাটতিও; সঙ্গে ঘানার হার তো আছেই। ফলে মাদাগাস্কারের যেটুকু সম্ভাবনা ছিল, তা শুধু কাগজে–কলমেই। তবে সে হিসাব–নিকাশে যাওয়ার প্রয়োজনই পড়েনি।

গতকাল রাতে জিতেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা মিসরও

সম্পর্কিত নিবন্ধ