ঢাকার সাভারে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সাভার মডেল থানার সামনে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো.

আসাদুজ্জামানের কাছে স্মারকলিপি জমা দেয়।

আরো পড়ুন:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে চবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

তাদের তিন দফা দাবিগুলো হলো- আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা; সাভারের কমলাপুর-বিরুলিয়া ও আশপাশের ঝুঁকিপূর্ণ অন্ধকার এলাকাগুলোতে পর্যাপ্ত লাইটিং, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত পুলিশের টহল নিশ্চিত করা; সাভার এলাকায় খুন, গুম ও ধর্ষণ প্রতিরোধে বিশেষ সেল বা টাস্কফোর্স গঠন করা।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঢাকা জেলা যুগ্ম সমন্বয়কারী মেহরাব সিফাত বলেন, “মানুষ আজ রাস্তাঘাটে নিরাপত্তাহীন। গুম, খুন, ধর্ষণের মতো ঘটনা বাড়ছে। এটি সেই ফ্যাসিবাদের সময়কালের আলামত, যার মূল এখনো সাভারের মাটিতে রয়ে গেছে। ফ্যাসিবাদের দোসরেরা ধর্ষক, খুনি, মাদককারবারির পরিচয়ে সাভারকে অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু এনসিপি তা কখনোই হতে দেবে না।”

মানববন্ধনে অন্যদের উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, জেলা সমন্বয় কমিটির সদস্য মুফতি শহীদুল্লাহ শোয়াইব, উপজেলা সমন্বয় কমিটির সদস্য তামিম আজহার ও আমানুল্লাহ শিব্বির প্রমুখ।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বাসায় ফেরার পথে সাভারে ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে তিনি তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রবিবার (১৯ অক্টোবর) ভোরে রাজধানীর তেজগাঁওয়ের তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে মিঠু বিশ্বাস (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করে সাভার মডেল থানার পুলিশ। মামলার অন্য দুই আসামি- সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০) এখনো পলাতক।

মামলায় সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং মিঠু ও বিপ্লবের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/আরিফুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এনস প এনস প র কম ট র

এছাড়াও পড়ুন:

জাদুঘরের নিয়োগে ‘প্রত্নতত্ত্ব’ বিষয় অন্তর্ভুক্তির দাবি

জাদুঘরের চাকরির যোগ্যতার তালিকায় ‘প্রত্নতত্ত্ব’ বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগে ‘সহকারী কিপার’ (গ্রেড–৯) পদে নিয়োগে বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবিতে জাদুঘরের মহাপরিচালকের কাছে আবেদনপত্র দাখিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় আবেদনপত্র দাখিল করে জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, প্রত্নতত্ত্ব বিভাগের পাঠ্যক্রমে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শিল্পকলা, জাদুঘরবিদ্যাসহ ইতিহাস ও শিল্প ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় সব বিষয়ের ওপর শ্রেণিকক্ষ, ব্যবহারিক প্রশিক্ষণ ও মাঠকর্মের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। বিভাগটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জাদুঘর–সংক্রান্ত বেশ কিছু বিশেষায়িত কোর্স পড়ানো হয়। যেমন জাদুঘরবিদ্যা: তত্ত্ব ও প্রয়োগ, প্রত্নসম্পদ ব্যবস্থাপনা ও পর্যটন, অ্যাডভান্সড মিউজিয়াম স্টাডিজ ইত্যাদি।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, তাত্ত্বিক জ্ঞান ও হাতে–কলমে প্রশিক্ষণ ‘সহকারী কিপার’ পদে দায়িত্ব পালনের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের গ্র্যাজুয়েটদের যোগ্য করে তোলে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে এ ধরনের সমন্বিত ও কারিগরি কারিকুলাম চালু রয়েছে বলে তাঁরা চিঠিতে উল্লেখ করেছেন।

শিক্ষার্থীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে দাপ্তরিক পর্যায়ে চিঠিপত্র আদান–প্রদানের পরও জাতীয় জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রত্নতত্ত্ব বিষয়টিকে যথাযথ স্থান দেওয়া হচ্ছে না। ইতিহাস ও ইসলামের ইতিহাসের পাশাপাশি ‘প্রত্নতত্ত্ব’কে সমমানের যোগ্যতা হিসেবে তালিকাভুক্ত না করায় যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারছেন না।

ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগে ‘সহকারী কিপার’ (গ্রেড–৯) পদে নিয়োগে বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবিতে জাদুঘরের মহাপরিচালকের কাছে আবেদনপত্র দাখিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষকদের মানববন্ধন, শিক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ
  • জাদুঘরের নিয়োগে ‘প্রত্নতত্ত্ব’ বিষয় অন্তর্ভুক্তির দাবি
  • ভোলা-বরিশাল সেতুর দাবিতে মহাসড়ক অবরোধ, দুর্ভোগ
  • সাত কলেজ ঘিরে সংকট: শিক্ষকদের মানববন্ধন, শিক্ষার্থীদের বিক্ষোভ
  • পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • সুনামগঞ্জে টিটিসি নির্মাণ প্রকল্প বাতিলের প্রতিবাদে মানববন্ধন
  • আড়াইহাজারে ওরশের নামে বাউল গান বন্ধের দাবিতে মানববন্ধন
  • গ্যাস লাইন সংস্কার দাবিতে ২১নং ওয়ার্ডে মানববন্ধন, অবরোধ