কণ্ঠস্বর ভালো রাখার জন্য যেসব অভ্যাস গড়ে তুলতে পারেন
Published: 18th, November 2025 GMT
জোরে চিৎকার করা, দীর্ঘক্ষণ কথা বলা অথবা বিশ্রাম নেওয়া ছাড়াই গান গাওয়ার মতো অভ্যাস থাকলে কণ্ঠের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে কণ্ঠ বসে যেতে পারে, কথা বলায় অসুবিধা হতে পারে। কণ্ঠস্বর ভালো রাখতে হলে পেশীগুলো নমনীয় রাখা উচিত। এজন্য থেরাপিস্টরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার পরামর্শ দেন।
ডায়াফ্রাম্যাটিক শ্বাস-প্রশ্বাসসের ব্যায়াম কণ্ঠস্বরের জন্য খুবই উপকারী। এজন্য পিঠের ওপর ভর দিয়ে শুয়ে পড়ুন। এক হাত বুকের ওপর এবং অন্য হাত পেটের ওপর রাখুন। চারবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। এমনভাবে শ্বাস নিন, যাতে পেট ওপরে ওঠে, কিন্তু আপনার বুক স্থির থাকে। তারপর, চারটি বার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। টানা দশবার করুন। প্রতিদিন ৫ মিনিটের জন্য এই ব্যায়ামটি চেষ্টা করুন। কণ্ঠস্বর ভালো রাখার জন্য শ্বাস-প্রশ্বাস ব্যায়াম গুরুত্বপূর্ণ। এটি আপনার কথা বলার শক্তি বৃদ্ধি করে।
এছাড়া কণ্ঠ ভালো রাখতে আরও কয়েকটি কাজ করতে পারেন।
আরো পড়ুন:
ব্যায়ামের পরে শরীর হালকা লাগে যেসব কারণে
অতিরিক্ত পালং শাক খেলে যেসব ক্ষতি হতে পারে
পর্যাপ্ত পানি পান করুন
সারাদিন ধরে প্রচুর পরিমাণে পানি পান করে গলা হাইড্রেটেড রাখুন। কণ্ঠ শুষ্ক হয়ে পড়লে কণ্ঠস্বরের ক্ষতি হয়।
আরামদায়ক মাত্রায় কথা বলুন
খুব জোরে বা ফিসফিস করে কথা বলা এড়িয়ে চলুন। স্বাভাবিক মাত্রায় কথা বলুন।
গলার পেশী শিথিল রাখার চেষ্টা করুন
কথা বলার সময় বা গান গাওয়ার সময় গলার পেশী টানটান করে রাখবেন না, আরামদায়ক রাখুন।
ক্যাফেইন কম গ্রহণ করুন
অতিরিক্ত ক্যাফেইন শরীরকে শুষ্ক করে দিতে পারে, তাই চা বা কফি পানের পরিমাণ কমান। ধূমপান ও মদ্যপান কণ্ঠস্বরের জন্য ক্ষতিকর, তাই এগুলো এড়িয়ে চলু।
উল্লেখ্য, পর্যাপ্ত বিশ্রাম নিন শরীর সুস্থ থাকলে কণ্ঠস্বরও ভালো থাকে, তাই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন।যদি আপনার কণ্ঠস্বরের কোনো দীর্ঘস্থায়ী সমস্যা থাকে, তবে একজন ENT বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
সূত্র: গিগওয়াইজ
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ যকর জ বন র জন য র ওপর
এছাড়াও পড়ুন:
ধানমন্ডি ৩২ থেকে সরিয়ে নেওয়া হয়েছে খননযন্ত্র
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে আনা এক্সকাভেটর বা খননযন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাড়িটির নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এই চিত্র দেখা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন গতকাল সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন।