আগামী শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ৫ দফা দাবি মেনে না নিলে পরদিন ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোট। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জোটের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, “ফ্যাসিস্ট সরকার পতন করতে ১৬ লাগলেও মানুষ গড়ার কারিগর শিক্ষকরা ৩৭ দিন ধরে রাস্তায় ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান করছে। আমাদের দাবি অযৌক্তিক হলে বলুন আমরা আন্দোলন থামিয়ে দেব। না হলে আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি মেনে নিলে বাড়ি ফিরবো, নয়তো লাশ ফিরবে।”

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

১.

অনুদানভূক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।

২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ।

৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ।

৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টিকরণ।

৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন। 

মাওলানা মো. শামসুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের মহাসচিব মোহাম্মদ তাজুল ইসলাম ফরাজি, সভাপতি কাজী মো. মোখলেসুর রহমান, সদস্য সচিব মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য মো. সাইফুল ইসলাম।

ঢাকা/রায়হান/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স বতন ত র ইবত দ য় ইবত দ য

এছাড়াও পড়ুন:

সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার 

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ.ম রেজাউল করিমের ছোট ভাই নওশের করিম বাদসা শামীমকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানী গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন তারাবুনিয়া গ্রামের আব্দুল খালেক শেখের চতুর্থ ছেলে নওশের করিম বাদসা শামীম। তিনি একটি বেসরকারি ব্যাংকের রাজধানীর গুলশান-১ শাখার ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।

আরো পড়ুন:

‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীকে আসামি করে মামলা 

মাকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর গ্রেপ্তার 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ ফরিদ ভুইয়া জানান, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নওশের করিম বাদসা শামীম। তিনি দীর্ঘদিন ধরে পালাতাক ছিলেন। সোমবার গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়।” 

ঢাকা/তাওহিদুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ