নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি
Published: 18th, November 2025 GMT
নেইমার কি বিশ্বকাপে খেলতে পারবেন? প্রশ্নটা শুনতে যত সহজ, উত্তর মোটেই তত সহজ নয়। অনেক ‘যদি’ ও ‘কিন্তু’র ওপর নির্ভর করছে এ প্রশ্নের উত্তর। প্রথমত, বিশ্বকাপের সময় নেইমার কি ফিট থাকবেন? এ প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তবে সম্পূরক হিসেবে উঠে আসবে আরও কিছু প্রশ্ন। ফিট নেইমার কি তখন ছন্দে থাকবেন কিংবা ছন্দে থাকা নেইমার কি কার্লো আনচেলত্তির পরিকল্পনায় থাকবেন?
সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া এসব প্রশ্নের আপাতত সঠিক উত্তর পাওয়ার সুযোগ নেই। কারণ, খেলোয়াড়টির নাম যখন নেইমার, তখন শেষ মুহূর্তে বদলে যেতে পারে অনেক কিছু। আপাতত ব্রাজিল–সমর্থকদের প্রার্থনা হচ্ছে, নেইমার যেন খুব দ্রুত পুরোপুরি ফিট হয়ে ওঠেন। তাহলে অনেক কিছুই হয়তো তুলনামূলক সহজ হবে।
যদিও পথটা নেইমারের জন্য মোটেই সহজ নয়, সাম্প্রতিক কিছু খবরেই তা স্পষ্ট।
আনচেলত্তির অধীন বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল এখন নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে। দলের সাম্প্রতিক পারফরম্যান্সেও দেখা গেছে সেই ছাপ।
ছান্দসিক, গতিময় ও ফলনির্ভর ফুটবলই এখন খেলছে ব্রাজিল। দলের একাদশও এরই মধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। বিশেষ করে আক্রমণের খেলোয়াড়েরা দারুণ ছন্দে আছেন। যাঁরা বেঞ্চ থেকে শুরু করছেন, তাঁরাও যথেষ্ট সামর্থ্যবান। এমন দলে জায়গা পেতে নেইমারকে নিজের সেরাটা দিয়েই ফিরতে হবে। বিষয়টা স্পষ্ট হয়েছে আনচেলত্তির মন্তব্যে।
বিশ্বকাপে নেইমারকে কি ব্রাজিলের জার্সিতে দেখা যাবে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বক প
এছাড়াও পড়ুন:
সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শ.ম রেজাউল করিমের ছোট ভাই নওশের করিম বাদসা শামীমকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানী গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন তারাবুনিয়া গ্রামের আব্দুল খালেক শেখের চতুর্থ ছেলে নওশের করিম বাদসা শামীম। তিনি একটি বেসরকারি ব্যাংকের রাজধানীর গুলশান-১ শাখার ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত।
আরো পড়ুন:
‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীকে আসামি করে মামলা
মাকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর গ্রেপ্তার
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ ফরিদ ভুইয়া জানান, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নওশের করিম বাদসা শামীম। তিনি দীর্ঘদিন ধরে পালাতাক ছিলেন। সোমবার গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়।”
ঢাকা/তাওহিদুল/মাসুদ