ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল নিহত হয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর) সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করতেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে নিহত আখতারুল আলম সিএনজি চালিত অটোরিকশাযোগে রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। 

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে চিকিৎসকরা তার অবস্থা সঙ্কটাপন্ন দেখে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

দুপুরের দিকে তার মরদেহ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে জানাযা শেষে দাফনের জন্য মরদেহ টাঙ্গাইলের ধনবাড়িতে নেওয়া হয়েছে। 

গণস্বাস্থ্যকেন্দ্রের রেজিস্ট্রার রতন কুমার বলেন, “দুর্ঘটনার পর তার মাল্টিপল ইঞ্জুরি ছিল। মৃত্যুর মুহূর্তেই হাসপাতালে আনা হয়। আনার পরও একবার রেসপন্স করেছেন। হাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন। এরপর তিনি মারা যান।”

ঢাকা/সাব্বির/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকরা জানিয়েছেন,  প্রথম হামলাটি ঘনবসতিপূর্ণ রিমাল পাড়ায় একটি গাড়িতে আঘাত করা হয়েছিল। এর ফলে গাড়িতে আগুন ধরে যায়। নিহত পাঁচজন গাড়ির যাত্রী নাকি পথচারীদের মধ্যে ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আগুন নেভাতে এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে কয়েক ডজন মানুষ ছুটে আসে।

গাড়িতে হামলার কিছুক্ষণ পরেই ইসরায়েলি বিমান বাহিনী মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহর এবং নুসাইরাত ক্যাম্পে দুটি বাড়িতে দুটি পৃথক বিমান হামলা চালায়। এর ফলে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার পশ্চিম গাজা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চার ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সব মিলিয়ে নিহতের সংখ্যা ১৮ তে পৌঁছেছে।

১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে সেই ঘোষণাকে পাশ কাটিয়ে প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৮