ফতুল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক র্যালি ও সভা
Published: 9th, November 2025 GMT
“গ্রামে শান্তি, সুশাসন প্রতিষ্ঠায়, আসুন সবাই মিলে গ্রাম আদালতকে সক্রিয় করি” এই শ্লোগানকে সামনে রেখে ফতুল্লা ইউনিয়ন পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টায় ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুলে গ্রাম আদালতের সদর উপজেলার সমন্বয়কারি ফরিদা ইয়াসমিন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক বক্তব্য রাখেন কমর আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল ইসলাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.
অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কলাগাছিয়ায় মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ, গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ব্যাপক গণসংযোগ করে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেছেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি।
রোববার (৯ অক্টোবর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণসংযোগটি বন্দর উপজেলার ফরাজিকান্দা তৃতীয় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজা থেকে শুরু হয়ে বন্দর উপজেলা পরিষদ রোড, আলীনগর, ঘারমোড়া, চুনাভূরা, আলী সাহরদী ও শুভকরদী হয়ে কলাগাছিয়া বাজারসহ বিভিন্ন স্থানের সাধারণ জনগণ, দোকানদার ও পথচারীদের মাঝে ৩১দফার লিফলেট বিতরণ করেন এবং নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে দৃষ্টিনন্দন ও উৎসবমুখর এ লিফলেট বিতরণ ও ধানের শীষে মার্কায় ভোট চেয়ে গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে রাজপথ মুখরিত হয়ে ওঠে শ্লোগানে।
লিফলেট ও গণসংযোগ পূর্বে বক্তব্যে বক্তারা বলেন, “বিগত ১৫ বছর আমরা ধানের শীষে ভোট দিতে পারিনি। আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে এবার জনগণ মন ভরে ধানের শীষে ভোট দেবে। কলাগাছিয়ার পূর্বের উন্নয়নের সারথি হলো বিএনপি। বিএনপি ক্ষমতায় এলে কলাগাছিয়ার মানুষের আশা পূরণ হবে।”
তারা আরও বলেন, “আমরা সবসময় দলের প্রতি আনুগত্যশীল। দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি। দল মাসুদ ভাইকে মনোনয়ন দিয়েছে — তিনি একজন ভালো মানুষ। তিনি নির্বাচিত হলে জনগণের এমপি হবেন। আসুন, আমরা সকল অভিমান ভুলে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হই।”
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপি নেতা আব্দুল সাত্তারসহ কলাগাছিয়া ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।