বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গতকাল শনিবার তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।

তবে শুধু কমিটি গঠনই যথেষ্ট নয় বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে কমিটিতে যৌন হয়রানি তদন্তে দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে যুক্ত করতে হবে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড.

ইফতেখারুজ্জামান বলেন, ‘অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। তবে এ কমিটির কার্যক্রমে পরিপূর্ণ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও কার্যকারিতা নিশ্চিতের স্বার্থে যৌন হয়রানির মতো বিশেষ ক্ষেত্রে অভিযোগ তদন্তের অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন অন্তত দুজন স্বতন্ত্র বিশেষজ্ঞকে তদন্ত কমিটিতে যুক্ত করতে হবে।’

আরও পড়ুনজাহানারা আইনি ব্যবস্থা নিলে সহায়তা করবে সরকার: ক্রীড়া উপদেষ্টা০৭ নভেম্বর ২০২৫

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘এর আগেও উত্থাপিত যৌননিপীড়নের অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বিসিবি, বরং অভিযোগ ধামাচাপা দিয়ে নিপীড়কের বিচারহীনতাকে প্রশ্রয় দিয়েছে, যা বাংলাদেশের নারী ক্রিকেট তথা সার্বিক ক্রীড়াঙ্গনে একদিকে যেমন পুরুষতান্ত্রিক আধিপত্যের প্রাতিষ্ঠানিকীকরণ করছে, অন্যদিকে নারীর অংশগ্রহণের সম্ভাবনাকে পদদলিত করার ষড়যন্ত্রের অংশ কি না, এ প্রশ্ন উত্থাপন করা মোটেও অযৌক্তিক নয়।’

মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ন হয়র ন

এছাড়াও পড়ুন:

ফিলিপাইনে সুপার টাইফুন আঘাত হানতেই নিহত ২

ফিলিপাইনে সুপার টাইফুন ফুং-ওং আঘাত হানার পরপর দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। উত্তর লুজনে ভূমিধ্বসের আগে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রবিবার রাতে অরোরা প্রদেশে সুপার টাইফুন ফুং-ওং আঘাত হানার আগে দশ লাখেরও বেশি মানুষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে গেছে। কর্মকর্তারা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া লুজনের অনেক অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফুং-ওংয়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের আরো কিছু এলাকা সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ ঝড় সতর্কতা স্তরের অধীনে রাখা হয়েছে। মেট্রো ম্যানিলা এবং কাছাকাছি প্রদেশগুলি এখনো। ৩ স্তরে রয়েছে।

নিরাপত্তা সতর্কতা হিসেবে, বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক মেট্রো ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্যাংলিসহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, ক্যাটানডুয়ানেসে একজন ডুবে মারা গেছেন এবং ক্যাটবালোগান সিটিতে ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছেন দমকলকর্মীরা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ