ভিক্টোরিয়া হাসপাতালে বাবুলের পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু কিট প্রদান
Published: 10th, November 2025 GMT
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন ও ৫ শত ডেঙ্গু কিট প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল।
সোমবার (১০ নভেম্বর) আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম।
এসময় আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করেন তার সাথে। প্রায় ৫শত ডেঙ্গু কিট হস্তান্তর করেন তিনি এবং পরবর্তীতে প্রয়োজনে আরো সরবরাহ করার কথা জানান।
আবু জাফর আহমেদ বাবুলকে ধন্যবাদ জানিয়ে আরএমও ডা.
নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্প নগরী হওয়াতে ডেঙ্গুর প্রভাব অনেক বেশি, আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের হাসপাতালে এ কিট গুলো দেওয়ায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে সহায়তা হবে।
উনি আমাদের ডেঙ্গু কিট গুলো দিয়ে রোগীদের সেবায় এগিয়ে এসেছেন এবং নিজ কর্মীদের দিয়ে হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে আনাচে কানাচে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে সহায়তা করাচ্ছেন। এমন মহৎ কাজে সবাইকে এগিয়ে আসা উচিৎ।
এরপর আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, এখানে রোগীরা আসে সেবা নিতে, সেবা প্রদানের সাথে হাসপাতালের পরিবেশও পরিচ্ছন্ন রাখা দরকার।
পরিস্কার পরিচ্ছন্ন থাকলে মন প্রান ভালো থাকে, উৎফুল্ল লাগে। আমার সেচ্ছাসেবক ভাইয়েরা আজকে থেকে এই হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে কাজ করবে।
জনস্বার্থে আমার এধরনের কাজ অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ যখন আমাকে ডাকবে আমি তখনই সাড়া দিবো।
তার সাথে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক- আক্তার হোসেন খোকন শাহ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক-মাহবুব হোসেন খান, বিএনপি নেতা সমর কুমার ধর হাসপাতালের আউটডোর সুপারভাইছ সাউদ, ওয়ার্ড মাষ্টার শাহাদাত হোসেন সহ আরো অনেকে।
উল্লেখ্য যে, এর আগে একইভাবে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও তিনি ডেঙ্গু কিট বিতরণ ও পরিবেশ উন্নয়নে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছেন যা এখনো অব্যাহত আছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ পর ব শ ল র পর
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড প্রদান করেন।
সোমবার (১০ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামি ফাহিম আদালতে উপস্থিত ছিলেন। আসামি ফাহিম রুপগঞ্জ চনপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুরিয়া হেরোইনসহ ফাহিমকে রুপগঞ্জের চনপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।