কম দামের এই স্মার্ট ঘড়িতে এআই প্রযুক্তিনির্ভর একাধিক সুবিধা রয়েছে
Published: 25th, November 2025 GMT
দেশের বাজারে নতুন স্মার্ট ঘড়ি এনেছে টেকনো। ‘টেকনো ওয়াচ নিও’ মডেলের স্মার্ট ঘড়িটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ওয়াচ ফেস ও স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা থাকায় সহজেই হাতের স্পর্শ ছাড়া ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের ধরন বুঝে কাজ করার পাশাপাশি স্বচ্ছন্দে কথা বলার সুযোগ দিয়ে থাকে স্মার্ট ঘড়িটি। ঘড়িটির দাম ধরা হয়েছে ৫ হাজার ৪৯৫ টাকা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ দশমিক ৪৩ ইঞ্চি অ্যামোলেড পর্দার ঘড়িটিতে ২.
হেলথ মনিটরিং প্রযুক্তি থাকায় হৃৎস্পন্দন ও অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর ঘুমের ধরন এবং মানসিক চাপের মাত্রা জানাতে পারে ঘড়িটি। ফলে সহজেই হৃৎস্পন্দনের গতি, ঘুমের সময় জানার পাশাপাশি শরীরে অক্সিজেনের মাত্রা শনাক্ত করা যায়।
৩০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিযুক্ত ঘড়িটি একবার পূর্ণ চার্জ করার পর সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। ফলে ঘন ঘন চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি মিলবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
১২ হাজার বছর পর কেন ইথিওপিয়ার হায়লি গুব্বিতে অগ্ন্যুৎপাত হলো, কী বলছেন বিশেষজ্ঞরা
ইথিওপিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘকাল ধরে সুপ্ত থাকা একটি আগ্নেয়গিরিতে গত রোববার অগ্ন্যুৎপাত হয়েছে। এই অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান ও এমনকি ভারতের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুব্বি নামের আগ্নেয়গিরিটি প্রায় ১২ হাজার বছর ধরে নিষ্ক্রিয় ছিল। এটি কয়েক ঘণ্টা ধরে সক্রিয় ছিল। এর ফলে প্রতিবেশী আফডেরা গ্রামটি ছাইয়ে ঢেকে যায়।
বিশেষজ্ঞরা এই অগ্ন্যুৎপাতের ঘটনাকে ‘বেশ অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন। তাঁরা বলছেন, এই অঞ্চলের আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে ‘খুব কমই গবেষণা হয়েছে।’
নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞ আরিয়ানা সোলদাতি ‘সায়েন্টিফিক আমেরিকান’ সাময়িকীকে বলেন, যত দিন ম্যাগমা তৈরির পরিস্থিতি বিদ্যমান থাকে, তত দিন একটি আগ্নেয়গিরি এক হাজার বা ১০ হাজার বছর সক্রিয় না থাকলেও অগ্ন্যুৎপাত ঘটাতে পারে।
হায়লি গুব্বি একটি ‘শিল্ড আগ্নেয়গিরি’, যা পূর্ব আফ্রিকার রিফ্ট জোনে অবস্থিত। এই স্থানে আফ্রিকান ও আরব টেকটোনিক প্লেটগুলো বছরে ০ দশমিক ৪ থেকে ০ দশমিক ৬ ইঞ্চি হারে ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে।
ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটির ভূবিজ্ঞানী জুলিয়েট বিগস বলেন, ‘যদি ১২ হাজার বছরেরও আগে সত্যিই শেষ অগ্ন্যুৎপাৎ হয়ে থাকে, তবে আমি খুবই অবাক হব।’
বিগস বলেন, এ সময়ের মধ্যে কোনো অগ্ন্যুৎপাত ঘটেনি বলে জানা যাচ্ছে। তবে স্যাটেলাইট ছবি থেকে মনে হচ্ছে আগ্নেয়গিরিটি সম্প্রতি লাভা উদ্গিরণ করে থাকতে পারে।
এই ভূবিজ্ঞানী আরও বলেন, ‘এই অঞ্চলে বড় অগ্ন্যুৎপাতের কলাম, যেমন বিশাল ছাতার মতো মেঘ দেখা সত্যিই বিরল।’
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে স্থানীয় পশুপালক গোষ্ঠীগুলোর ওপর এর প্রভাব মারাত্মকভাবে পড়তে পারে।
অগ্ন্যুৎপাতের পূর্ববর্তী লক্ষণবিজ্ঞানীরা আগে থেকেই হায়লি গুব্বিতে একটি অগ্ন্যুৎপাতের লক্ষণ দেখতে পাচ্ছিলেন। গত জুলাইয়ে কাছাকাছি এরতা আলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়, যার ফলে হায়লি গুব্বির নিচে ভূমি চলাচল শুরু হয় এবং ভূপৃষ্ঠের প্রায় ৩০ কিলোমিটার নিচে ম্যাগমার প্রবেশের বিষয়টি পরিলক্ষিত হয়। রোববার অগ্ন্যুৎপাতের আগে বিগস ও তাঁর সহকর্মীরা হায়লি গুব্বির চূড়ায় সাদা মেঘ ও সামান্য ভূমি উত্থানও রেকর্ড করেছিলেন।
অগ্ন্যুৎপাতের সময় ইথিওপিয়ায় অবস্থান করা সাউদাম্পটন ইউনিভার্সিটির ভূবিজ্ঞানী ডেরেক কেইর বলেন, তিনি সোমবার ছাইয়ের নমুনা সংগ্রহ করেছেন। এসব নমুনা ম্যাগমারের ধরন নির্ধারণ করতে এবং আগ্নেয়গিরিটি সত্যিই ১২ হাজার বছর ধরে সুপ্ত ছিল কি না, তা যাচাই করতে সাহায্য করবে।
কেইর বলেন, এই অগ্ন্যুৎপাতের ঘটনা কেবল দেখিয়ে দিচ্ছে, এই অঞ্চল নিয়ে কতটা কম গবেষণা করা হয়েছে।
ফ্রান্সের টউলুস ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএএসি) অনুসারে, অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের মেঘ আকাশে প্রায় ১৪ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। ইয়েমেন, ওমান, ভারত ও উত্তর পাকিস্তানে এই মেঘের প্রভাবিত দেখা গেছে। প্রায় ৫০০ মিটার উচ্চতার হায়লি গুব্বি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় রিফ্ট ভ্যালির মধ্যে অবস্থিত। সেখানে টেকটোনিক প্লেটগুলো মিলিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলক্যানিজম প্রোগ্রাম জানিয়েছে, হলোসিন যুগে (বর্তমান ভূতাত্ত্বিক যুগ যা শেষ বরফ যুগের শেষে প্রায় ১২ হাজার বছর আগে শুরু হয়েছিল) হায়লি গুব্বিতে কোনো পরিচিত অগ্ন্যুৎপাত হয়নি।