বগুড়ায় সেনাসদস্যের বাসা থেকে দুই সন্তানের গলাকাটা ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
Published: 25th, November 2025 GMT
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুটিতে বাড়ি আসা এক সেনাসদস্যের বাসা থেকে তাঁর দুই শিশুসন্তানের গলাকাটা এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের একটি বাড়ির শয়নকক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহত ওই নারীর নাম সাদিয়া মুস্তারিম (২৮)। তিনি বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। তাঁর দুই সন্তানের মধ্যে মেয়ে সাইফার বয়স তিন বছর ও ছেলে সাইফের বয়স সাত মাস বলে পুলিশ জানিয়েছে।
লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদিয়ার স্বামী সেনাসদস্য শাহাদত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শাহাদাত সেনাবাহিনীর সৈনিক পদে ময়মনসিংহে চাকরি করেন। এক সপ্তাহের ছুটিতে ২০ নভেম্বর বাড়িতে এসেছেন তিনি।
ঘটনাস্থলে উৎসুক জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিড়। বগুড়ার শাজাহানপুরের খলিশাকান্দি গ্রামে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উদ ধ র
এছাড়াও পড়ুন:
ঝামেলা ছাড়াই নির্বাচন হবে: ফখরুল
বাংলাদেশ গণতন্ত্র উত্তোরণের পথে যাচ্ছে, সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনোরকম ঝামেলা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আরো পড়ুন:
বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের পথে যাচ্ছে: মির্জা ফখরুল
হবিগঞ্জে চার আসনেই বিএনপির দাপট, পিছিয়ে নেই জামায়াতও
বিএনপির ভেতরে কোন্দলের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, ধলেশ্বরী নদীর মতো। একেকটা সিটে ৪ জন ৫ করে প্রার্থী আছে। সেই হিসেবে কিছুটা কোন্দল হওয়াটা স্বাভাবিক। এতে বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল।’’
জেলার বিজ্ঞ আইনজীবীরা মতবিনিময় সভায় অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল প্রমুখ।
ঢাকা/হিমেল/বকুল