মালয়েশিয়ায় পাচারকালে ২৮ জনকে উদ্ধার
Published: 25th, November 2025 GMT
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নারী ও শিশুসহ বহু মানুষ টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট-সংলগ্ন সৈকতে অবস্থান করছে। সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায। এ সময় মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকা মোট ২৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে, পাচারকারীদেরকে আটক করা যায়নি। মানব পাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
ঢাকা/তারেকুর/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প চ রক র উদ ধ র
এছাড়াও পড়ুন:
মালয়েশিয়ায় পাচারকালে ২৮ জনকে উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নারী ও শিশুসহ বহু মানুষ টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট-সংলগ্ন সৈকতে অবস্থান করছে। সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায। এ সময় মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকা মোট ২৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে, পাচারকারীদেরকে আটক করা যায়নি। মানব পাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
ঢাকা/তারেকুর/রফিক