বগুড়ায় টিএমএসএসের অঙ্গপ্রতিষ্ঠান বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টের নয় তলা আবাসিক ভবন ‘রাফসান-সানন্দা-মুন্নুজান টাওয়ার বাই বিসিএলের’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের সেউজগাড়ীর কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় অবস্থিত ভবনটির নির্মাণের উদ্বোধন করা হয়।   

আরো পড়ুন:

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত বেড়ে ৫৪

ইন্দোনেশিয়ায় স্কুল ধস: ধ্বংসস্তুপের নিচে এখনও আটকা ৯১ জন

বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্ট প্রায় এক যুগ ধরে বগুড়া শহরের বিভিন্ন প্রাইম লোকেশনে গ্রাহকের চাহিদা প্রাধান্য দিয়ে আধুনিক ও গুণগতমান বজায় রেখে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করে আসছে। 

বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টে পর্যন্ত ৭টি বহুতলভবনের ১৬২টি আবসিক ফ্ল্যাট গ্রাহকের কাছে হস্তান্তর করেছে এবং আরো প্রায় ২৩০টি আবাসিক ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান রয়েছে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএসের প্রধান প্রকৌশলী, পরিচালক ও বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন ইঞ্জিনিয়ার মো.

হাবিবুর রহমান।

হাবিবুর রহমান তার বক্তব্যে এই নয় তলা ভবনের বিভিন্ন সুযোগ-সুবিধা উল্লেখ করে জানান, ভবনটি আধুনিক স্থাপত্য নকশা ও সকল ধরনের বিল্ডিং কোড প্রতিপালন করে ভূমিকম্প সহনশীল মাত্রায় ডিজাইন করা হয়েছে। এতে বিভিন্ন সাইজের (১৩৫০ বর্গফুট থেকে ১৭০০ বর্গফুটের) ৫১টি লাক্সারি এ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরে থাকবে সুবিশাল গাড়ি পার্কিং। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, লিফট, জেনারেটর, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ভবনের ছাদে থাকবে সুবিশাল কমিউনিটি হল, সুসজ্জিত বাগান, বসার জায়গা, কিডস জোনসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই প্রকল্পের জমির মালিক ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এছাড়াও অন্যান্য জমির মালিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এনাম/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভবন ধস ভবন ব স এল প র প র ট ড ভ লপম ন ট ভবন র

এছাড়াও পড়ুন:

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল

রাজধানীতে গত ২১ নভেম্বর ভূমিকম্পের জেরে সচিবালয়ের নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস থাকা ভবনটির ১০ তলা ও তার আশপাশের কয়েকটি স্থানে এই ফাটল সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। আকস্মিক এ পরিস্থিতিতে ভবনে কাজ করা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ভবনটি ঘুরে দেখা যায়, ১০ তলার ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের অংশে উত্তর পাশের দেয়ালে বড় আকারের ফাটল তৈরি হয়েছে। পলেস্তরাও খসে পড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এর একতলা উপরের ১০০ নম্বর কক্ষের সামনের দেয়ালেও মাঝ বরাবর ফাটল দেখা যায়।

আরো পড়ুন:

ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

ভূমিকম্প ও দুর্ঘটনার আশঙ্কায় মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন বন্ধ

একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শত কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ভবনে এমন ফাটল দেখা দুশ্চিন্তা বাড়ায়। ভবনটি চালুর বয়স এখনো এক বছরও হয়নি।”

তবে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, যে ফাটলগুলো দেখা গেছে তা মূল কাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ নয়। নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন জানান, ইটের তৈরি ৫ ইঞ্চি পুরু দেয়ালের কিছু স্থানে ফাটল ধরেছে, কিন্তু স্থাপনার পিলার বা মূল স্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি। বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর নিশ্চিত হওয়া গেছে, ফাটলগুলো শিগগিরই প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে ঠিক করা যাবে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশ কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদী অঞ্চলে। এতে শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। পরবর্তীতে ঢাকায় আরও দুটি হালকা কম্পন অনুভূত হয়।

৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ তলা বিশিষ্ট সচিবালয়ের ১ নম্বর এই ভবনটি চলতি বছরের মে মাসে চালু হয়। ২০১৮ সালে একনেকে অনুমোদিত প্রকল্পটির দুটি বেজমেন্টসহ পুরো নির্মাণকাজ শেষ হয় গত বছরের ডিসেম্বর মাসে।

ভবনের ফাটল কীভাবে হলো, গঠনগত কোনো জটিলতা আছে কি না—তা নিয়ে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ও প্রশাসনের মধ্যে আলোচনাও শুরু হয়েছে। তবে আপাতত ভবনটি ব্যবহারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

ঢাকা/এএএম/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল