জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শরণার্থী শিবিরে অনুপ্রবেশের ফলে হাজার হাজার ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সংস্থাটির অধিকৃত পশ্চিম তীর বিষয়ক পরিচালক রোলান ফ্রিডরিচ জানিয়েছেন, ইসরায়েলি হামলার ফলে জেনিন, তুলকারেম এবং নুর শামস শরণার্থী শিবির খালি হয়ে গেছে।  প্রায় ৩২ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

তিনি বলছেন, “একসময় প্রাণবন্ত শিবির ছিল এমন এই ভুতুড়ে শহরগুলোতেও ইসরায়েলি বাহিনী এখনও তথাকথিত ‘সামরিক উদ্দেশ্যে’ ধ্বংসের নির্দেশ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে।” 

তিনি জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ জেনিন শরণার্থী শিবিরের প্রায় ১৯০টি ভবনের মধ্যে দুটিকে ধ্বংসের জন্য আদেশ জারি করেছে এবং আগামী দিনে আরো ১২টি ভবন ভেঙে ফেলা হবে, যা উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরের ভূ-প্রকৃতি পুনর্গঠনের অব্যাহত প্রচেষ্টার নতুন পর্ব।”

এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণে রামাল্লার কাছে দুটি ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি সেনারা শতাধিক জলপাই গাছ ধ্বংস করেছে। এই জলপাই হচ্ছে ফিলিস্তিনিদের প্রধান অর্থকরী ফসল।

বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের বিদ্যা গ্রামে একটি মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল। ইসরায়েলি সেনারা ও অবৈধ বসতি স্থাপনকারীরা আতঙ্ক ছড়িয়ে ফিলিস্তিনিদের পশ্চিম তীর থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শরণ র থ ইসর য

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে লিটন বালা (২৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লিটন বালা ওই গ্রামের সুধীর বালার ছেলে।

আরো পড়ুন:

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর মৃত্যু

টাঙ্গাইল কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নিজের বোরো ধানের বীজতলায় বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ দিতে যান লিটন বালা। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করে। 

ঢাকা/বাদল/রফিক

সম্পর্কিত নিবন্ধ