খানপুর ভূমি অফিসের সামনের রাস্তার খানাখন্দ মেরামত করলেন বাবুল
Published: 13th, November 2025 GMT
সংস্কারের অভাবে অনেকদিন ধরেই ভাঙ্গা খানাখন্দে ভরে আছে খানপুর হাসপাতাল ও ভুমি অফিস সংলগ্ন সড়কটি। হাসপাতাল ও ভূমি অফিসের সেবা প্রত্যাশিরা এবং স্থানীয় বাসিন্দাদের নিরুপায় হয়েই যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে।
দীর্ঘকাল ধরে এ অবস্থায় পড়ে থাকলেও রাস্তার ভাঙ্গা অংশ মেরামতে এগিয়ে আসেনি। অবশেষে ইটের খোয়া (শুরকি) দিয়ে খানাখন্দ ভরাট করে প্রাথমিকভাবে রাস্তা মেরামত করেলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল। তার পক্ষে ছোট ভাই জহির আহমেদ সোহেলের নেতৃত্বে একদল সেচ্ছাসেবী দিনভর মেরামত করেন রাস্তাটি ।
জহির আহমেদ সোহেল বলেন, আমি আমার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে সবসময় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছি, আমাদের আশেপাশে যে সমস্যা ও সামাজিক দায়িত্বগুলো আমাদের চোখে আসছে তা খুব দ্রুততার সাথে আমরা সমাধানের চেষ্টা করছি, ভবিষ্যতেও জনস্বার্থে আমাদের এই কাজগুলো অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান জানান, বাবুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ড্রেনেজের সুব্যবস্থা না থাকায় বৃষ্টিতে রাস্তার ওই অংশটিতে পানি জমে থাকার কারণে ভেঙ্গে গর্ত তৈরি হয়েছিল। ফলে ওখান দিয়ে রিকশা-ভ্যানসহ মানুষজনের চলাচল বিঘ্নিত হত।
জনগুরুত্বপূর্ণ একটি ভাঙ্গাচোরা রাস্তা চলাচলের উপযোগী করে দিলেন সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল। এতে করে রাস্তায় চলাচলকারী জনগণের ভোগান্তি কমবে।
এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র আহম দ ম র মত
এছাড়াও পড়ুন:
বন্দরে আওয়ামীলীগ ও প্রজন্মলীগের ২ নেতা গ্রেপ্তার
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ লতিফ হাজী মোড় এলাকার আব্দুল মালেক খলিফা মিয়ার ছেলে নারায়ণগঞ্জ মহানগর প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসান (২৮) ও একই থানার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত মনসুর আলী মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা শাহীন (৫০)।
ধৃতদের বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১২ নভেম্বর) দুপুরে বন্দর থানার নবীগঞ্জস্থ লতিফ হাজী মোড় ও একই দিন রাতে বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল।
পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।
এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসান ও আওয়ামীলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় ।