ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি পরিকল্পনায় রাশিয়া বড় ধরনের কোনো ছাড় দেবে না। দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক ইউরি উশাকভ গত বুধবার এ মন্তব্য করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইউরি উশাকভের টেলিফোনে আলাপের নথি ফাঁস হয়। ওই আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কীভাবে প্রস্তাব উপস্থাপন করতে হবে, সে বিষয়ে মস্কোকে পরামর্শ দিয়েছেন উইটকফ।
আগামী সপ্তাহে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মস্কো সফর করার কথা রয়েছে উইটকফের। তিনি সেখানে গিয়ে চার বছর ধরে চলা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফা পরিকল্পনা সামনে এনেছেন ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনা এগিয়ে নিতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। তবে ট্রাম্পের পরিকল্পনা সংশোধন–পরিমার্জন করে আরেকটি প্রস্তাব এনেছে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও গত মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত কাঠামো এগিয়ে নিতে তিনি প্রস্তুত। তবে বিতর্কিত বিষয়গুলো নিয়ে ট্রাম্পের সঙ্গে তিনি আলোচনা করতে চান। এ ক্ষেত্রে ইউরোপীয় মিত্রদের অন্তর্ভুক্ত করা উচিত বলে তিনি মনে করেন।
ট্রাম্পের প্রস্তাব ও উইটকফের ফাঁস হওয়া ওই ফোনালাপ ঘিরে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যে তীব্র সমালোচনা চলছে। আইনপ্রণেতা ব্রায়ান ফিটজপ্যাট্রিক কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উইটকফের ফোনকলকে বড় সমস্যা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ
ধরনের হাস্যকর পার্শ্বনাটক ও গোপন বৈঠক বন্ধ হওয়া দরকার।
রিপাবলিকান সাবেক সিনেটর মিচ ম্যাককনেল বলেন, রাশিয়াকে কোনোভাবেই পুরস্কৃত করা উচিত নয়। সমালোচনা সত্ত্বেও ট্রাম্প বলেন, অগ্রগতি হচ্ছে এবং মস্কো ছাড় দিচ্ছে।
ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে স্বাগত জানালেও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার মস্কোতে সাংবাদিকদের বলেন, ‘মূল বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা আমাদের অবস্থান থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।’
নথি ফাঁসব্লুমবার্গ নিউজে উইটকফ ও পুতিনের পররাষ্ট্রনীতি–বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের মধ্যকার
একটি ফোনালাপের নথি ফাঁস হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মস্কো। ওই ফোনালাপে মার্কিন দূত উইটকফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে
কীভাবে একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করা যেতে পারে, সে বিষয়ে উশাকভকে পরামর্শ দেন। তবে এ নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি তা উড়িয়ে দেন। মস্কো বলেছে, এই নথি ফাঁস শান্তি প্রচেষ্টা ব্যাহত করার একটি অগ্রহণযোগ্য চেষ্টা এবং এটি হাইব্রিড যুদ্ধের শামিল।
শান্তিচুক্তি নিয়ে কথা বলার সময় আসেনি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর দূত উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার আলোচনা করবেন। রুশ কূটনীতিক উশাকভ বলেছেন, ‘উইটকফের বিষয়ে আমি বলতে পারি, প্রাথমিকভাবে একটি সমঝোতা হয়েছে যে তিনি আগামী সপ্তাহে মস্কো আসবেন।’
শান্তিচুক্তি কি তাহলে কাছাকাছি—এমন প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, ‘অপেক্ষা করুন। এখনো এ বিষয়ে বলার সময় আসেনি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইটকফ র ইউক র ন প রস ত
এছাড়াও পড়ুন:
ট্রাম্পকে তোষামোদের উপায় রুশ কর্মকর্তাকে শিখিয়েছেন মার্কিন দূত
ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে তোষামোদ করতে হবে তা পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভকে শিখিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। দুজনের এই কথোপকথনের গোপন অডিও ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
অডিওতে শোনা গেছে, উইটকফ ট্রাম্পের ভালো দিকটি কীভাবে মেনে নেওয়া যায় সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।
কথোপকথনের সময় উশাকভ জিজ্ঞাসা করেছিলেন, তাদের কর্তা পুতিন ও ট্রাম্প কথা বলতে রাজী হবেন কিনা।
উইটকফকে এসময় বলতে শোনা যায়, “আমার লোক এটি করতে প্রস্তুত।”
উশাকভের উদ্দেশে তিনি বলেন, “শুধু পুনরাবৃত্তি করুন যে আপনি প্রেসিডেন্টকে (ট্রাম্প) এই অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছেন... তিনি একজন শান্তিপ্রিয় মানুষ বলে আপনি তাকে সম্মান করেন এবং আপনি এটি ঘটতে দেখে সত্যিই খুশি। আমি মনে করি এর মাধ্যমে সত্যিই একটি ভালো ফোনালাপ হতে চলেছে।"
উইটকফ আরো বলেন, “আমি প্রেসিডেন্টকে বলেছিলাম যে রাশিয়ান ফেডারেশন সবসময়ই একটি শান্তি চুক্তি চায়। আমার বিশ্বাস এটাই। সমস্যা হচ্ছে এমন দুটি দেশ আছে যারা একটি সমঝোতায় পৌঁছানোর জন্য কঠিন সময় পার করছে।
উইটকফ উশাকভকে হোয়াইট হাউসে জেলেনস্কির আসন্ন সফরের কথা জানানোর পরে ফোনালাপটি শেষ হয়।
এরপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে আড়াই ঘন্টার ফোনালাপ হয়। এই খবর গত মাসে জেলেনস্কি ওয়াশিংটনে যাওয়ার সময় প্রকাশিত হয়।
ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউরি উশাকভ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, এটি ‘সম্ভবত বাধা দেওয়ার জন্য’ করা হয়েছিল এবং সম্পর্ক উন্নত করার জন্য এটি ‘প্রতিবন্ধক।’
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফকে সমর্থন জানিয়ে বলেছেন, তিনি ‘মানসম্মত কাজ’ করেছেন।
ট্রাম্প বুধবার সাংবাদিকদের জানান, তিনি অডিওটি শোনেননি, তবে উইটকফ রাশিয়া এবং ইউক্রেন উভয়ের কাছে শান্তি পরিকল্পনা ‘বিক্রয়’ করার জন্য ‘একজন চুক্তিকারী যা করে’ তা করছেন।
ঢাকা/শাহেদ