গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে ৫ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হবে।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘‘প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে জোড় অনুষ্ঠিত হয়। এখানে তাবলীগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি পেশ করেন এবং মুরুব্বিদের থেকে রাহবারী নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ী নেজামের প্রবীণ মুরুব্বিরা ইতোমধ্যে টঙ্গীতে সমবেত হয়েছেন।’’

তিনি বলেন, “পাঁচ দিনের জোড় তাবলীগ জামাতের সোনালী ঐতিহ্য। দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানো একটি বিশেষ আয়োজন। এখান থেকেই সারা বছরের কাজের সঠিক নকশা ও দিকনির্দেশনা নির্ধারিত হয়। দাঈদের আমল, দাওয়াত, তরতিব এবং দেশের প্রেক্ষাপটে করণীয়-নিষ্করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করেন বড়রা। যা একজন সাথীর দুনিয়া ও আখেরাতের জিন্দেগী পরিচালনায় দিশা দেয়।”

হাবিবুল্লাহ রায়হান জানান, জোড় ইজতেমায় কেবল ৩ চিল্লার সাথী এবং কমপক্ষে ১ চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে করে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ড় ইজত ম ত বল গ

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বিসিএল প্রোপার্টির ৯ তলা ভবনের নির্মাণ শুরু

বগুড়ায় টিএমএসএসের অঙ্গপ্রতিষ্ঠান বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টের নয় তলা আবাসিক ভবন ‘রাফসান-সানন্দা-মুন্নুজান টাওয়ার বাই বিসিএলের’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহরের সেউজগাড়ীর কৃষি ফার্ম সংলগ্ন এলাকায় অবস্থিত ভবনটির নির্মাণের উদ্বোধন করা হয়।   

আরো পড়ুন:

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত বেড়ে ৫৪

ইন্দোনেশিয়ায় স্কুল ধস: ধ্বংসস্তুপের নিচে এখনও আটকা ৯১ জন

বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্ট প্রায় এক যুগ ধরে বগুড়া শহরের বিভিন্ন প্রাইম লোকেশনে গ্রাহকের চাহিদা প্রাধান্য দিয়ে আধুনিক ও গুণগতমান বজায় রেখে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করে আসছে। 

বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টে পর্যন্ত ৭টি বহুতলভবনের ১৬২টি আবসিক ফ্ল্যাট গ্রাহকের কাছে হস্তান্তর করেছে এবং আরো প্রায় ২৩০টি আবাসিক ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান রয়েছে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএসের প্রধান প্রকৌশলী, পরিচালক ও বিসিএল প্রোপার্টি ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান।

হাবিবুর রহমান তার বক্তব্যে এই নয় তলা ভবনের বিভিন্ন সুযোগ-সুবিধা উল্লেখ করে জানান, ভবনটি আধুনিক স্থাপত্য নকশা ও সকল ধরনের বিল্ডিং কোড প্রতিপালন করে ভূমিকম্প সহনশীল মাত্রায় ডিজাইন করা হয়েছে। এতে বিভিন্ন সাইজের (১৩৫০ বর্গফুট থেকে ১৭০০ বর্গফুটের) ৫১টি লাক্সারি এ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরে থাকবে সুবিশাল গাড়ি পার্কিং। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, লিফট, জেনারেটর, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ভবনের ছাদে থাকবে সুবিশাল কমিউনিটি হল, সুসজ্জিত বাগান, বসার জায়গা, কিডস জোনসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই প্রকল্পের জমির মালিক ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এছাড়াও অন্যান্য জমির মালিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত নিবন্ধ