সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন ডিসি রায়গান
Published: 27th, November 2025 GMT
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি বিভিন্ন দপ্তরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহিতাদের সাথে কথা বলে সার্বিক খোঁজ-খবর নেন।
প্রথমে জেলা প্রশাসক মো. রায়হান কবির সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন করেন। এসময় তিনি সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলমের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন।
পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম এবং থানা কম্পাউন্ড ঘুরে দেখেন। এরপর তিনি সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে যান। সেখানে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সার্বিক খোঁজ-খবর নেন।
পরে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন। সর্বশেষ তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ওই কার্যালয় পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক মো.
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার দাস, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: নাসির উদ্দিন, গোদনাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দুলাল চন্দ্র দেবনাথসহ প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ র কর মকর ত জ খবর ন
এছাড়াও পড়ুন:
আমলাপাড়া ও কালির বাজারে মাওলানা মইনুদ্দিনের গণসংযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ (২৪ নভেম্বর) সোমবার বিকালে আমলাপাড়া, কালির বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
কালির বাজার এলাকার বিভিন্ন দোকান ও পথচারীদের সঙ্গে কথা বলেন মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং দাঁড়ি পাল্লা প্রতীককে জয়ী করার আহ্বান জানান। এসময় তিনি স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার জন্য কী করতে চান, সেই প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ সাংবাদিকদের এবং উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, “আপনারা জানেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম সেই সমস্যাগুলি সমাধানের দিকে মনোযোগ দেব।”
তিনি আরও বলেন, “আমাদের দল জনগণের ভাগ্য উন্নয়নে বিশ্বাসী। জামায়াত যদি আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়, তবে এই নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি উন্নত ও আদর্শ মডেল আসন হিসেবে গড়ে তুলবে। আমাদের মূল লক্ষ্য থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।” এবং সন্ত্রাস নির্মূল করা।
এসময় তিনি নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় এই এলাকার মানুষ একটি পরিবর্তন দেখতে পাবে। আমি সকলের কাছে অনুরোধ জানাই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসুন এবং দাঁড়িপাল্ল প্রতীককে বিজয়ী করুন।”
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের নেতৃত্বে সহকারী সেক্রেটারি এইচ এম নাসিরউদ্দিনের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী নিয়ে শহরের বিভিন্ন সড়কে গণসংযোগে স্থানীয়দের মধ্যে বেশ সাড়া দেখা যায়। তারা প্রার্থীর সঙ্গে হাত মেলান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান হোসেন মুন্না প্রমূখ।