সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি উদ্যাগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ চুনাভূরা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল।

ওই সময় আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি  আবুল কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদ মেম্বার, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ, বিএনপি নেতা দবির উদ্দিন চৌধুরী, মোঃ সেলিম, নিজাম উদ্দিন,হাজী আনোয়ার হোসেন, হায়দার আলী, হাজী আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, সাহাদাত, ফারুক, সিপন, হাজী জামান খাঁ, মঞ্জুর হোসেনসহ ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন চুনাভূরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহাবুর রহমান। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরন করা হয়।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ কল গ ছ য়

এছাড়াও পড়ুন:

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে আনোয়ারুল হক (৪০) ও ছামিউল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এই রায় দেন।

আরো পড়ুন:

ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব

আলোচিত রায়হান হত্যার রায় ৭ জানুয়ারি

দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল হক উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ছামিউল ইসলাম একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ আগস্ট রাতে নিখোঁজ হন কামারপুকুর ইউনিয়নের কিসামত গ্রামের আবেদ আলীর মেয়ে আকলিমা খাতুন। পরদিন বাড়ির অদূরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে সৈয়দপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের একপর্যায়ে আনোয়ারুল হক ও ছামিউল ইসলামকে গ্রেপ্তার করলে তারা আকলিমাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/সিথুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ