‘রোহিত-কোহলি ছাড়া তো রান ২০০-ই হবে না’
Published: 1st, December 2025 GMT
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারত তুলেছিল ৩৪৯ রানের বড় স্কোর। দ্রুত একটি উইকেট পড়ার পর চাপ নিতে হয়নি খুব বেশি সময়। কারণ ক্রিজে ছিলেন দুই মহারথী, বিরাট কোহলি ও রোহিত শর্মা। মাত্র ১০৯ বলে ১৩৬ রানের ঝড়ো জুটি গড়ে ভারতকে পোক্ত ভিত্তি উপহার দেন তারা।
আর এ দু’জনের ভূমিকা নিয়েই মুখ খুললেন ভারতের সাবেক তারকা মোহাম্মদ কাইফ। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ জানান, রোহিত–কোহলি না থাকলে ভারত একরকম হেরে যেত। তার ভাষায়, দলের জয়ের সাথে এ দুই সিনিয়রের অবদান সরাসরি যুক্ত।
আরো পড়ুন:
ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে দমাতে অস্ট্রেলিয়ার নতুন ফাঁদ
৩৪৯ রান তাড়া করে ১৭ রানে হারল দ.
তিনি বলেন, “না, একদমই না। বিরাট কোহলি আর রোহিত শর্মা আউট হলে আপনি ম্যাচ হারবেন। তখন এত রান তো দূরের কথা, ২০০–ই করতে পারবেন না। প্রথম কথা হলো- ৩০০, ৩৫০ রান না করলে দক্ষিণ আফ্রিকা আপনাকে চেপে দেবে। তাই আমার মনে হয় এই জয়ের সঙ্গে রোহিত–কোহলির অবদান একেবারে সরাসরি। আপনারা তরুণ ক্রিকেটারদের কথা বলছেন- ওরা এখনই এসে ২০০ রান করিয়ে দিতে পারবে না। শেষে আবার আপনাকে রোহিত আর কোহলির কাছেই ফিরতে হয়েছে।”
রোহিত-কোহলির জুটিকে তিনি তুলনা করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে তাদের আরেক বিখ্যাত জুটির সঙ্গে। কাইফ মনে করেন, বয়স বাড়লেও দলের জন্য তাদের প্রয়োজনীয়তা কমেনি; বরং ভারতের রূপান্তরের এই সময়ে (শুভমান গিলের নেতৃত্বে) তারা আরও গুরুত্বপূর্ণ।
কাইফ বলেন, “কোহলি সেঞ্চুরি করলো। এই জয়ের সঙ্গে ওর ব্যাটের রান সরাসরি যুক্ত। সাতটা ছক্কা মারলো। রোহিত তিনটা। তারা আবার দারুণ জুটি গড়লো। যেমনটা সিডনি টেস্টের সময় করেছিল। ভারতের অবস্থা ওই সময় খুব খারাপ ছিল। টেস্ট সিরিজ হারার পর এই জয় একটু স্বস্তি দিল। পুরনোরা এখনো সোনা। বয়স বাড়ছে, কোহলি ৩৭, রোহিত ৩৮। তবুও এ ম্যাচে তাদেরই দরকার ছিল। তারা রান না করলে দক্ষিণ আফ্রিকা খুব সহজে জিতে যেত।”
আগামী ৩ ডিসেম্বর রায়পুরে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র হ ত ক হল
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদিপুরে বিএনপির দোয়া মাহফিল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের কাজহরদী মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম।
দোয়া মাহফিলে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি প্রফেসর ইব্রাহিম,সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আল আমিন শাহ,সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান,সাদিপুর ৯ ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন প্রমুখ।
শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ–জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় সভাপতির বক্তব্যে কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন,বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা পুরো দেশের মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত। আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে দেশের পক্ষে কথা বলার শক্তি ফিরে পান।