সাইবার হুমকির সময়ে মানুষের পাশে সোনারগাঁয়ের রাফান শুভ
Published: 1st, December 2025 GMT
দ্রুতগতির প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সাইবার ঝুঁকি। অনলাইন প্রতারণা, তথ্য চুরি, ফিশিং এসব এখন সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তি। ঠিক এমন সময় প্রযুক্তিকে হাতিয়ার করে মানুষের পাশে দাঁড়িয়ে সোনারগাঁয়ে আলোচনায় এসেছেন তরুণ সাইবার বিশেষজ্ঞ রাফান শুভ।
সোনারগাঁয়ের বুরুমদী উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করা রাফান শুভ এখন পেশাদার সাইবার নিরাপত্তা সেবার সঙ্গে যুক্ত। তিনি দেশের পরিচিত সাইবার সিকিউরিটি গ্রুপ সাইবার ৭১ এর একজন এক্সপার্ট। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং, ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন প্রতারণা, বিকাশ–নগদ লেনদেনে ফিশিং এসব থেকে মানুষকে সুরক্ষা দিয়ে আসছেন তিনি।
ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে তার কাজের চাপও। সাইবার সমস্যায় পড়া ব্যক্তিরা তার কাছে দ্রুত সমাধান পেয়ে উপকৃত হচ্ছেন। সোনারগাঁ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার মানুষ তার সেবা নিচ্ছেন।
রাফান শুভ বলেন,শখ আর কৌতূহল থেকেই প্রযুক্তির পথে হাঁটা শুরু। পরে বুঝেছি এই দক্ষতা মানুষের উপকারে আসতে পারে। তখনই সিদ্ধান্ত নিই সাইবার নিরাপত্তা নিয়ে সিরিয়াসভাবে কাজ করব। এখন এটা শুধু পেশা নয়, মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বও।
তিনি আরও বলেন, অনেকেই সোশ্যাল মিডিয়ার মৌলিক নিরাপত্তা জানেন না, অনেকে প্রতারণামূলক লিংক বোঝেন না। ফলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং বা আর্থিক লেনদেনে প্রতারণার শিকার হন।
এসব সমস্যা সমাধান করতে পারাই তাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। “তরুণরা যদি শেখার আগ্রহ দেখায়, আমি তাদের পাশে থাকতে চাই। সাইবার বিষয়ে শিখতে চাইলে আমার দরজা সবসময় খোলা।
পরিবারের সদস্যরা জানান, ঘরে বসে তার দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি নিজেকে স্বাবলম্বী করেছেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা খাতে তার কাজ অন্য তরুণদেরও উৎসাহিত করছে।
প্রযুক্তিনির্ভর সময়ে নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে রাফান শুভ এখন সোনারগাঁয়ের তরুণ সমাজের কাছে এক অনুপ্রেরণা।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
শ্রীলঙ্কায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ
ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী ও একটি উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৩ ডিসেম্বর এ ত্রাণ মিশন পাঠানো হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানযোগে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১২৩
প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই ত্রাণ কার্যক্রম সমন্বয় করছে।
সম্প্রতি, ঘূর্ণিঝড় দিতওয়া’র প্রভাবে দেশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন।
এছাড়া ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা চেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য যেকোনো মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশ সরকার দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তা প্রেরণ করেছে। খবর বাসসের।
ঢাকা/এসবি