শ্রীলঙ্কায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ
Published: 1st, December 2025 GMT
ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী ও একটি উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৩ ডিসেম্বর এ ত্রাণ মিশন পাঠানো হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানযোগে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১২৩
প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড যৌথভাবে এই ত্রাণ কার্যক্রম সমন্বয় করছে।
সম্প্রতি, ঘূর্ণিঝড় দিতওয়া’র প্রভাবে দেশটিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন।
এছাড়া ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা চেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য যেকোনো মানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশ সরকার দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তা প্রেরণ করেছে। খবর বাসসের।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা
রূপগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা শাখা। সোমবার (১ ডিসেম্বর) বিকালে মুড়াপাড়া বাজারস্থ জামায়াতের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জামাতের সূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হুসাইন এর সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামাত সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।
সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা সভাপতি আকরাম হোসেন, উপজেলা পশ্চিম সেক্রেটারি হানিফ ভূঁইয়া, উপজেলা উত্তর সেক্রেটারি খাইরুল ইসলামসহ থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ।
সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বে ছিলেন রুপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি, রূপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক সদস্য নাজমুল হুদা, সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক নূরে আলম, শফিকুল আলম মামুনসহ রূপগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নবীন প্রবীন সাংবাদিক বৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা দূরত্ব তৈরি হলে প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থার সংকট দেখা দেয়। তাই রাজনীতি ও প্রশাসনের সকল অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামাত সমিতির প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, আমাদের দল প্রচার-প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়।
আমাদের মূল শক্তি হলো কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ। আমরা বিশ্বাস করি, কোনো দলই যদি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে না পারে, তার কার্যকারিতা সীমিত থাকে।
তিনি আরও বলেন, তিনি বলেন আগামী প্রয়াস জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে, রূপগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকসহ শীতলক্ষ্যার অতীত ঐতিহ্য ফিরিয়ে দেয়ার ব্যাপারে কাজ করবেন।