মেট্রোরেলে ব্র্যান্ডিং সেবা দেবে এনেক্স কমিউনিকেশনস
Published: 1st, December 2025 GMT
মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিংয়ের সেবা দেবে বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশনস। এ জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনেক্স কমিউনিকেশনস।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে আজ সোমবার এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের যুগ্ম সচিব খন্দকার এহতেশামুল কবির ও এনেক্স কমিউনিকেশনসের পরিচালক শরিফ সাব্বীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনেক্স কমিউনিকেশনসের চেয়ারম্যান মাহমুদুর রহমান, উপদেষ্টা সাইদুল আমিন, প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা শাহীন সরকার, উপমহাব্যবস্থাপক (পরিচালন) আবু সাইদ মো.
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রোরেল রাজধানীর গতিময়তা বদলে দিয়েছে। মেট্রোরেলে যাত্রীসংখ্যা ও ট্রেন চলাচলের সংখ্যা বাড়াতে মেট্রোরেলের অভ্যন্তরীণ ব্র্যান্ডিং ক্রমেই প্রাসঙ্গিক ও কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিন নানা বয়স, পেশা ও শ্রেণির মানুষ মেট্রোরেলের অভ্যন্তরের বিজ্ঞাপন দেখে। এর ফলে ব্র্যান্ডগুলো যাত্রীদের কাছে সহজেই পৌঁছানোর সুযোগ পাবে। এ সহযোগিতার মাধ্যমে মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনের অভিজ্ঞতা আরও দর্শনীয় ও সংগঠিত হয়ে উঠবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ গ্রেপ্তার
বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আরিফ (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আরিফ বন্দর থানার আমিন আবাসিক এলাকার ইসরাফিল মিয়ার ছেলে।
ধৃতকে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২(১০)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গত রোববার (৩০ নভেম্বর) রাতে বন্দর থানার আমিন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৫ আগস্ট বিকেলে বন্দর খানাবাড়ি এলাকা থেকে ওই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরের দল।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী পেশাগত কাজ শেষে করে বন্দর খানাবাড়ি মোড়স্থ তার নিজ বাড়ির গেটের সামনে মোটরসাইকেলটি রেখে তার ফ্লাটে যায়।
ওই সময় উৎপেতে থাকা চোরের দল কৌশলে উল্লেখিত বিল্ডিংএ অনাধিকার প্রবেশ করে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত মোটরসাইকেল চুরি ঘটনার ৩ মাস অতিবাহিত হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।