ভারত জাতীয় দল ও কলকাতা নাইট রাইডার্সের তারকা রিংকু সিং আবারও আলোচনায়। এবার অবশ্য মাঠের পারফরম্যান্সের কারণে নয়। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায়। রিংকু কেমন পরিবার থেকে উঠে এসেছেন, পরিবার তার জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে সেটার গল্প সবার জানা।

এবার রিংকু তার পরিবারের সদস্যদের স্বপ্নপূরণ করতে শুরু করেছেন। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার তার বাবা খানচন্দ্র সিংকে ‘কাওসাকি নিনজা’ ব্র্যান্ডের একটি বাইক উপহার দিয়েছেন। যেটার বাজার মূল্য ৩.

১৯ লাখ রূপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

এই সংক্রান্ত একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। সেখান দেখা যায় রিংকুর বাবাও বাইক পেয়ে বেশ খুশি। খোশ মেজাজে তিনি বাইক চালিয়ে দেখাচ্ছেন।

আরো পড়ুন:

অধিনায়ক বদলের পর একশও করতে পারেনি রাজশাহী

প্লে’অফের আশা ছাড়ছে না ঢাকা

রিংকু অবশ্য শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দিন-তিনেক আগে প্রিয়া সরোজের সঙ্গে বাগদান হয়েছে তার। গেল শুক্রবার বাগদানের ছবি পোস্ট করেছিলেন রিঙ্কুর বোন নেহা সিং। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তার হবু স্ত্রী ইউপির মাছলি লোকসভা কেন্দ্রের সাংসদ।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ