নাটোরের লালপুরের চংধুপাইল ইউনিয়নের পুকুন্দা মাঠের কৃষক আবুল মাজন আলী আখ, ধান ও গমের চাষ করতেন।  ফসল বিক্রির নিশ্চয়তা ও ন্যায্যমূল্য না পাওয়ায় লাগাতার লোকসান গুনতে হয়েছে তাঁকে। তাই সমকালীন ফসল ছেড়ে গত বছর ৩০ বিঘা জমিতে তামাক আবাদ করেন। লাভ হওয়ায় আবাদি জমির পরিমাণ বাড়িয়েছেন।  
আবুল মাজন আলী বলেন, তামাক চাষে কোম্পানি থেকে বীজ, সার ও ঋণ দেয়। বাড়ি থেকেই উচ্চ মূল্যে বিক্রি হয়ে যায়। তাই স্বাস্থ্যঝুঁকি জেনেও এ ফসল আবাদ করছেন।
আবুল মাজনসহ স্থানীয় কৃষকরা বলছেন, সমকালীন ফসল আবাদে কোনো সমস্যা হলে কৃষি অফিসের মাঠ কর্মকর্তাদের পাওয়া যায় না। অন্যদিকে উৎপাদনের আগেই তামাক কোম্পানি দর নির্ধারণ, বিক্রির নিশ্চয়তা, চাষের জন্য সুদমুক্ত ঋণ, প্রতিনিধিদের মাধ্যমে নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শ দিয়ে থাকে। এ কারণে স্বাস্থ্যঝুঁকি জেনেও তারা তামাক চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি অফিস বলছে, তামাক চাষে নিরুৎসাহিত করতে মাঠপর্যায়ে কাজ হচ্ছে। 
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়বাব ইউনিয়নের পকুন্দা, আব্দুলপুর, দুয়ারিয়া, এবি, দুড়দুরিয়া, কদিমচিলান এলাকায় বেশি তামাকের চাষ হয়েছে। তামাক ক্ষেতের পাশেই লোকালয় ও কৃষকের বাড়িতে তৈরি করা হচ্ছে তামাক পোড়ানোর চুল্লি।
তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে কার্যকর ভূমিকা না থাকায় প্রতিনিয়ত তামাকের চাষ বৃদ্ধি পাচ্ছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর উপজেলায় ৪৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল। এ বছর ৫৯ হেক্টরে আবাদ হয়েছে। এক বছরের ব্যবধানে তামাকের চাষ বেড়েছে ১৪ হেক্টরে। আবাদ করা জমির পরিমাণ আরও বেশি বলে জানান স্থানীয় কৃষকরা। 
চংধুপাইল ইউনিয়নের পুকুন্দা মাঠের কৃষক নাসির উদ্দিন ১০ বিঘা জমিতে তামাকের চাষ করেছেন। এসব জমিতে আখ চাষ হতো। নাসির উদ্দিনের ভাষ্য, আখ বিক্রি ও দামের নিশ্চয়তা থাকে না। আখ কেটে অন্য ফসলও চাষ করা যায় না। তাই তামাক চাষ করেছেন। তিনি বলেন, প্রতি বিঘা জমিতে তামাক চাষে ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। বিক্রি হয় ১ লাখ ২০ হাজার টাকায়। 
কৃষক কুদ্দুস আলী ১০ বিঘা জমিতে তামাক চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয় ৫০ হাজার টাকা। বিক্রি করেছেন ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। উৎপাদিত ফসল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি মাঠ থেকেই কিনে নিয়ে যায়। সার, বীজ ও তামাক পোড়ানোর ঘর তৈরির জন্যও ঋণ সহায়তা দেয়।  এ কারণে কৃষকরা তামাক আবাদে ঝুঁকেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, তামাক কোম্পানি কৃষকদের অগ্রিম টাকা ও উৎপাদিত তামাক বিক্রির নিশ্চয়তা দেওয়ায় ক্ষতিকর এ ফসলের আবাদ দিন দিন বাড়ছে। তামাক চাষ বন্ধে কৃষকদের নিরুৎসাহিত করতে সভা-সমাবেশ করা হচ্ছে। তার পরও অনেক কৃষক লাভের আশায় তামাক চাষ করেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ষ কর ছ ন উপজ ল

এছাড়াও পড়ুন:

বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদন যেভাবে—

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ