ধামরাইয়ে মাজার ভাঙচুরের ঘটনা পিবিআইকে তদন্তের নির্দেশ
Published: 27th, January 2025 GMT
ঢাকার ধামরাই উপজেলার বাটুলিয়া এলাকায় ‘বুচাই পাগলার’ মাজার ভাঙচুর এবং ভবনে অগ্নিসংযোগের ঘটনার চার মাস পর পুলিশকে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি তদন্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।  
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার ধামরাই আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.                
      
				
আরো পড়ুন: ধামরাইয়ে মাজারে হামলা-ভাঙচুর, ক্ষুব্ধ এলাকাবাসী
আরো পড়ুন:
চিনির দাম বেশি চাওয়ার প্রতিবাদ করায় মারধর, পাল্টা হামলা
মৌলভীবাজারে ‘ভারতীয়দের কোপে’ বাংলাদেশির মৃত্যু
আদেশে আগামী ২৯ জানুয়ারি নিয়মিত মামলা রুজু সংক্রান্ত প্রতিবেদন এবং ৬ মার্চ পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার, ঢাকাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার ধামরাই উপজেলায় বুচাই পাগলার মাজারে দুপুর সাড়ে ১২টার দিকে প্রকাশ্য দিবালোকে আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, যা পেনাল কোড ১৮৬০ এর ২৯৫/২৯৫এ/৪৩৫/৪৪১/৪২৭/১৪৩/৪৪৭/৪৪৮/৩৮০/৫০৬/১০৯ ধারার অধীনে আমলযোগ্য ফৌজদারি অপরাধ। উক্তরূপে গুরুতর ফৌজদারি সংঘটিত হলেও উল্লেখিত অপরাধ সংক্রান্ত কোনো মামলা এ পর্যন্ত অত্র আদালত সিন করেনি।
সিআরপিসি, ১৮৯৮ এর ১৫৪ ধারা এবং পিআরবি, ১৯৪৩ এর ২৪৩/২৪৪ বিধি অনুযায়ী, প্রতিটি আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়া মাত্রই বিলম্ব না করে ওসি কর্তৃক থানায় মামলা রুজু করার বাধ্যবাধকতা রয়েছে। তবে উল্লেখিত অপরাধের ক্ষেত্রে ওসি ধামরাই কর্তৃক কোনো মামলা করা হয়নি, যা ফৌজদারি কার্যবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আদেশে আদালত এ ঘটনায় পুলিশকে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলার বিশেষ পুলিশ সুপারকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।
ঢাকা/সাব্বির/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অপর ধ তদন ত
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।