মালয়েশিয়ার কুয়ানটানে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি-১) এলাকায় গাড়ি থেকে সড়কে ছিটকে পড়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আর আহত দুজন হলেন হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। তাঁদের স্থানীয় তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তাঁরা কুয়ানটান থেকে রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাঁ পাশে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, চালকের গাড়ি চালানোর বৈধ সনদ ছিল না। দুর্ঘটনাকবলিত গাড়িটির রাস্তায় চলাচলের অনুমতির মেয়াদও গত মে মাসে শেষ হয়ে গেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে শিশু নিখোঁজ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম সুলায়মান (৩)। সে ওই এলাকার সুমন বেপারীর ছেলে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শিশুটির খোঁজ মেলেনি।

আরো পড়ুন:

৩০ বছরের হিমায়িত ভ্রুণ থেকে জন্ম নিলো জীবিত শিশু

সেই আছিয়ার পরিবারকে গরু ও গোয়াল দিল জামায়াত

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ