সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হতে হবে
Published: 1st, August 2025 GMT
জাতীয় সংসদের সংরক্ষিত আসন বাড়িয়ে ১০০ করতে হবে। জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে সেসব আসনে সরাসরি নির্বাচনের সুযোগ দিতে হবে নারীদের। সাইবার বুলিংয়ের মাধ্যমে রাজনীতি থেকে নারীদের সরিয়ে না দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, যাতে মর্যাদা নিয়ে তাঁরা রাজনীতি করতে পারেন।
আজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশন সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারার সমালোচনা করেন তাঁরা। নারীর প্রশ্নে গোষ্ঠীস্বার্থ না দেখে নারীর স্বার্থ দেখতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের দ্বিতীয় তলায় জাতীয় যুবশক্তি কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের শিরোনাম ছিল ‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়’। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, সামাজিক মর্যাদা সংরক্ষণ ও জাতীয় উন্নয়নে নারীদের গতিশীল অংশগ্রহণকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নারীরা রাজনৈতিকভাবে সব সময় তাঁদের অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছেন। তবে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় সব সময় পকেট গোষ্ঠী তৈরি হয়েছে, যেখানে কখনো নারী ছিল না। জুলাই গণ–অভ্যুত্থানের পরও নারীদের পদ্ধতিগতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনীতি থেকে নারীদের সরিয়ে দেওয়ার জন্য সাইবার বুলিং করা হচ্ছে। বোঝানো হয়েছে, নারীরা রাজনীতিতে অনিরাপদ। তিনি বলেন, রাজনীতিতে পুরুষেরা যে নিরাপত্তা ঝুঁকিতে থাকেন, সেই ঝুঁকি নারীরাও নিতে রাজি রয়েছেন। তাই বলে সাইবার বুলিং, হয়রানি করে নারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা মেনে নিতে রাজি নন নারীরা। এ ধরনের হয়রানির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও নীরব ভূমিকা পালন করছে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা বলেন, ‘রাজনীতিতে নারীর প্রসঙ্গ এলেই বলা হয়, নারীরা কি রাজনীতিতে অংশ নিতে পারবেন? নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন? অর্থাৎ রাজনীতিতে পুরুষের যোগ্যতা নিয়ে আমরা যত চিন্তিত, তার চেয়ে অনেক বেশি চিন্তিত নারীর যোগ্যতা নিয়ে। আমরা এতটাই চিন্তিত হই যে রাজনীতিতে নারীর চলার পথ বন্ধ করে দিই।’ তিনি আরও বলেন, পরিবেশ যদি বৈরী হয়, তাহলে নারীরা রাজনীতিতে টিকতে পারবেন না। তখন আবার একটি গোষ্ঠী বলবে, নারীরা টিকতে পারেননি। নারীর রাজনৈতিক সহায়ক পরিবেশ না থাকলে রাজপথে নারীদের খুঁজে পাওয়া যাবে না। তিনি দীর্ঘ মেয়াদে নারী নেতৃত্বের প্রক্রিয়া তৈরিতে সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা এবং সেসব আসনে সরাসরি নির্বাচন আয়োজনের দাবি জানান।
‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে নারীদের প্রত্যয়’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের দ্বিতীয় তলায় জাতীয় যুবশক্তি কার্যালয়ে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স রক ষ ত র জন ত ক র জন ত ত এনস প
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন