রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আওয়ামী লীগ, এর সহযোগী ও আওয়ামী লীগপন্থী সংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ৩১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল, ৩৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.

শিবলু, কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্‌দীন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান ওরফে হিরন, ৬৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক কাউন্সিলর সামসুদ্দীন ভূঁইয়া, গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এস এম জালালকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। রাত সাড়ে আটটার দিকে পুরান ঢাকার বংশাল থেকে মো. শিবলুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। রাত সাড়ে ১০টার দিকে নগরীর সেগুনবাগিচা এলাকা থেকে আফজালুন নেছা হাসানকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি আঞ্চলিক দল। রাত সোয়া ১২টার দিকে আশিকুর রহমানকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি দল।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি দল মাহাবুবুর রহমানকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে গ্রেপ্তার করে। রাত পৌনে একটার দিকে মাতুয়াইল এলাকা থেকে সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১০টার দিকে মিজানুর রহমানকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর ব ভ গ র একট র রহম ন ড এমপ আওয় ম

এছাড়াও পড়ুন:

যে সাত ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও থাকবেন তরুণ

গত মার্চ মাসে ‘নেচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, উদ্ভিজ্জ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে। গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল ৭০ বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের। অর্থাৎ যাঁদের দীর্ঘমেয়াদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই। ৩৯–৬৯ বছর বয়সী ১ লাখ ৫ হাজার ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। মধ্যবয়সে খাদ্যাভ্যাস কীভাবে তাঁদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে, সেটিই দেখা হয়েছে সেই গবেষণায়।

সুস্থ থাকার সম্ভাবনা কতটা

গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের খাদ্যাভ্যাসের ভিত্তিতে নির্দিষ্ট স্কোর দেওয়া হয়েছে। এই স্কোর হার্ভার্ডের উদ্ভাবিত অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সের সঙ্গে সম্পর্কিত। ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’ অনুসারে, যাঁদের এই স্কোর সবচেয়ে বেশি ছিল, ৭০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ৮৬ শতাংশ; ৭৫ বছর বয়সে সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ২ দশমিক ২ গুণ। বুঝতেই পারছেন, এই অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সই দীর্ঘমেয়াদি সুস্থতায় ইতিবাচক ভূমিকা রেখেছে।
কী আছে হার্ভার্ডের এই খাদ্যভ্যাসে, যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক? চলুন, জেনে নেওয়া যাক।

বাদামের পুষ্টিগুণ অনেক

সম্পর্কিত নিবন্ধ