রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতা–কর্মী গ্রেপ্তার
Published: 1st, August 2025 GMT
রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আওয়ামী লীগ, এর সহযোগী ও আওয়ামী লীগপন্থী সংগঠনের আট নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ৩১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল, ৩৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.
সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে এস এম জালালকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ। রাত সাড়ে আটটার দিকে পুরান ঢাকার বংশাল থেকে মো. শিবলুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। রাত সাড়ে ১০টার দিকে নগরীর সেগুনবাগিচা এলাকা থেকে আফজালুন নেছা হাসানকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি আঞ্চলিক দল। রাত সোয়া ১২টার দিকে আশিকুর রহমানকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগের একটি দল।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি দল মাহাবুবুর রহমানকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে গ্রেপ্তার করে। রাত পৌনে একটার দিকে মাতুয়াইল এলাকা থেকে সামসুদ্দীন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১০টার দিকে মিজানুর রহমানকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ব ভ গ র একট র রহম ন ড এমপ আওয় ম
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট