জুলাই ঘোষণাপত্র আসছে, উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্ট
Published: 2nd, August 2025 GMT
জুলাই ঘোষণাপত্র আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।
উপদেষ্টা আসিফ ওই ফেসবুক পোস্টে ৩৬ জুলাই আন্দোলনে শিল্পীদের রাজপথের ভূমিকা তুলে ধরেন। তিনি লেখেন, ‘হত্যার বিচার ও চলমান দমন-পীড়ন বন্ধের দাবিতে রাজপথে নামেন শিল্পীরা। সকাল ১১টায় সংসদ ভবনের সামনে মানববন্ধনের পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও খামারবাড়ি মোড়ে পৌঁছালে পুলিশ তাঁদের পথ আটকে দেয়। বাধা পেরিয়ে বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে তাঁরা পৌঁছান ফার্মগেট। যেখানে ব্যানার হাতে দাঁড়িয়ে রাজপথেই প্রতিবাদ চালিয়ে যান।’
মেট্রোরেলের পিলারে আঁকা গ্রাফিতির উদ্বোধন
গণ-অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রোরেলের পিলারে আঁকা গ্রাফিতির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এ জন্য বিজয় সরণি মেট্রোরেল স্টেশন চত্বরে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ বলেন, ‘গ্রাফিতিগুলো আমাদেরকে আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে। ভবিষ্যতে দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিগত ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনের নিপীড়ন, জনগণের টানা প্রতিরোধ এবং শেখ হাসিনার পতন ঘটানো জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রোরেলের পিলারে এসব গ্রাফিতি আঁকা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় বৃষ্টি উপেক্ষা করে মাও. জব্বারের ব্যাপক গণসংযোগ
নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার বৃষ্টি উপেক্ষা করে ফতুল্লা বক্তাবলী, কানাই নগর, রামনগর প্রসন্ন নগর,খাজা মার্কেট, ছমির মার্কেট এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হলেও তিনি তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেননি।
দুপুর ২টা থেকে থেকে তিনি ফতুল্লার কানাই নগর, রাধানগর, রাম নগর, প্রসন্ন নগর এবং এর আশপাশের এলাকায় হেঁটে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন।
এসময় মাওলানা আবদুল জব্বার বলেন, "জনগণের প্রতি আমার ভালোবাসা এবং তাদের সমর্থন আমাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থামতে দেয়নি। আমি বিশ্বাস করি, জনগণের সেবা করাই আমার প্রধান কর্তব্য। বৃষ্টির মতো সামান্য বাধা আমাকে এই দায়িত্ব থেকে দূরে সরাতে পারে না।"
তিনি আরও বলেন, "মানুষের দুঃখ-কষ্টের সঙ্গী হতে পারলে তবেই একজন নেতা সত্যিকারের নেতা হতে পারেন। আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।"
তার এই ব্যতিক্রমী উদ্যোগ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার এই অদম্য স্পৃহার প্রশংসা করেছেন এবং তাকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জামায়াত ইসলামীর কর্ম পারিষদ সদস্য হাফেজ আবদুল মোমিন,ফতুল্লা পশ্চিম থানা আমির মাওলানা নুরুল হক, আদর্শ শিক্ষিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী আব্দুল করিম খান, ফতুল্লা পশ্চিম থানা তরবিয়ত সেক্রেটারি মাওলানা আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম থানা সভাপতি নুরুল আমিন, বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও ইউনিয়ন তরবিয়ত সেক্রেটারি আবু সাঈদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যপক উপস্থিত ছিলেন।