বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাছুম মিয়া নামের এক যুবক নিহতের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার দুপুরে তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনীর মহিপাল থেকে জেলা ডিবি পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ জানিয়েছে, মিনহাদুল হাসানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাছুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করেন মিনহাদুল হাসান ওরফে রাফি। সেসব ঝটিকা মিছিলের ভিডিও নিজের ফেসবুকেও প্রচার করতেন তিনি। এসব ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। শুক্রবার ভোরে গোপনে অবস্থান জানতে পেরে মিনহাদুল হাসানকে ফেনী থেকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তার অভিযানে ফেনী পুলিশ সহায়তা করে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি মিনহাদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে নিহত মাসুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি। সেই মামলায় শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মিনহাদুল হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দুটি এবং বুড়িচং থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর শ ক রব র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ