হত্যা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে
Published: 1st, August 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাছুম মিয়া নামের এক যুবক নিহতের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার দুপুরে তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনীর মহিপাল থেকে জেলা ডিবি পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ জানিয়েছে, মিনহাদুল হাসানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাছুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করেন মিনহাদুল হাসান ওরফে রাফি। সেসব ঝটিকা মিছিলের ভিডিও নিজের ফেসবুকেও প্রচার করতেন তিনি। এসব ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। শুক্রবার ভোরে গোপনে অবস্থান জানতে পেরে মিনহাদুল হাসানকে ফেনী থেকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তার অভিযানে ফেনী পুলিশ সহায়তা করে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি মিনহাদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে নিহত মাসুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি। সেই মামলায় শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মিনহাদুল হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দুটি এবং বুড়িচং থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর শ ক রব র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন