বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাছুম মিয়া নামের এক যুবক নিহতের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান ওরফে রাফিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার দুপুরে তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনীর মহিপাল থেকে জেলা ডিবি পুলিশের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ জানিয়েছে, মিনহাদুল হাসানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাছুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্র জানায়, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের করেন মিনহাদুল হাসান ওরফে রাফি। সেসব ঝটিকা মিছিলের ভিডিও নিজের ফেসবুকেও প্রচার করতেন তিনি। এসব ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। শুক্রবার ভোরে গোপনে অবস্থান জানতে পেরে মিনহাদুল হাসানকে ফেনী থেকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তার অভিযানে ফেনী পুলিশ সহায়তা করে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি মিনহাদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে নিহত মাসুম মিয়া হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি। সেই মামলায় শুক্রবার দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মিনহাদুল হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার আরও তিনটি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দুটি এবং বুড়িচং থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর শ ক রব র

এছাড়াও পড়ুন:

যে সাত ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও থাকবেন তরুণ

গত মার্চ মাসে ‘নেচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, উদ্ভিজ্জ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে। গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল ৭০ বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের। অর্থাৎ যাঁদের দীর্ঘমেয়াদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই। ৩৯–৬৯ বছর বয়সী ১ লাখ ৫ হাজার ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। মধ্যবয়সে খাদ্যাভ্যাস কীভাবে তাঁদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে, সেটিই দেখা হয়েছে সেই গবেষণায়।

সুস্থ থাকার সম্ভাবনা কতটা

গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের খাদ্যাভ্যাসের ভিত্তিতে নির্দিষ্ট স্কোর দেওয়া হয়েছে। এই স্কোর হার্ভার্ডের উদ্ভাবিত অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সের সঙ্গে সম্পর্কিত। ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’ অনুসারে, যাঁদের এই স্কোর সবচেয়ে বেশি ছিল, ৭০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ৮৬ শতাংশ; ৭৫ বছর বয়সে সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ২ দশমিক ২ গুণ। বুঝতেই পারছেন, এই অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সই দীর্ঘমেয়াদি সুস্থতায় ইতিবাচক ভূমিকা রেখেছে।
কী আছে হার্ভার্ডের এই খাদ্যভ্যাসে, যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক? চলুন, জেনে নেওয়া যাক।

বাদামের পুষ্টিগুণ অনেক

সম্পর্কিত নিবন্ধ