বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৩ ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ৯ জনের মধ্য ৩ জনকে ওয়ারেন্টে অপর ৩ জনকে পৃথক ২টি মামলায় ও জনতা কর্তৃক আটককৃত ৩ জনকে ৫৪ ধারায় বুধবার দুপুরে এদেরকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ধৃতরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার মৃত কাদের মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিপন (৩৮) কুড়িপাড়া এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ফয়সাল (৩২) একরামপুর এলাকার ইমরান হোসেন মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আছমা আক্তার (৩৭) কুশিয়ারা এলাকার মাহবুব মিয়ার ছেলে বন্দর থানার ৩৩(১)২৫ নং মামলার এজাহারভূক্ত আসামী রুবেল (২২) সোনারগাঁ থানার ত্রিপর্দী এলাকার হক মিয়ার ছেলে বন্দর থানার ২(১০)২৪ নং মামলার আসামী রাজিব (৩২) ও চাঁদপুর জেলার দক্ষিণ  মতলব থানার দখরপুর এলাকার সাদেক আলী ছেলে একই মামলার আসামী হাসান প্রধান (২৩) ও এনায়েতনগর এলাকার জাকির হোসেন মিয়ার ছেলে রাশেদ হোসেন জিসান (২৮) কুশিয়ারা এলাকার মৃত জিলহক মিয়ার ছেলে শাহ জামাল (৪১) ও মাহমুদনগর এলাকার মিজানুর রহমান মিয়ার ছেলে নিশাদ (১৬)।  

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র ম র এল ক র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ