গাইবান্ধায় কয়েকদিন ধরেই তীব্র শীত অব্যাহত রয়েছে। চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা দিন দিন কমায় শীত বেড়েই চলেছে। দিনে কুয়াশা কিছুটা কম থাকলেও রাতে ও সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

সব থেকে দুর্ভোগে পড়েছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলে ছোট-বড় ১৬৫টি চরের মানুষ। এসব চরে বসবাস করে প্রায় ৪ লাখ মানুষ। তাদের একমাত্র প্রধান পেশা হচ্ছে কৃষি। কৃষির ওপর নির্ভর করেই তারা খেয়ে-পড়ে বেঁচে থাকেন।

বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে পুরো এলাকা। সূর্যের দেখা মেলেনি। এদিকে শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। সড়কে মানুষের চলাচল কমে যাওয়ায় আয় কমে গেছে রিকশা ও ভ্যান চালকদের। গরম কাপড়ের অভাবে দরিদ্র মানুষরা শীত নিবারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে।

বাস চালক আবদুল আজিজ বলেন, ঘন কুয়াশায় রাস্তা দেখা যায় না। হেডলাইট জ্বালিয়েও তেমন সুফল মেলেনা। ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে। 

শ্রমিক মোখলেছুর রহমান বলেন, কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। সেই সঙ্গে অনেক কুয়াশা ঝরছে। ঠান্ডার কারণে কাজকর্ম করা কষ্টকর হয়ে গেছে।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, গাইবান্ধার চরাঞ্চলে দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সোমবার সকাল ৯টায় গাইবান্ধা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ ভাগ, গড় গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে ১৫০০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১৫০০ পিছ ইয়াবাসহ মো. সৈয়দুল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো. সৈয়দুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানার মাথাভাঙ্গা বড়ডেইল এলাকার কালা মিয়ার ছেলে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন । এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে সোনারগাঁ থানার এসআই (নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালায়।

অভিযানে চট্টগ্রাম থেকে আসা জে বি পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-১৬৮৩) থেকে ১৫০০ শত পিছ ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ