নিরাপদ সড়ক দিবসে টাঙ্গাইলে হেলমেট বিতরণ
Published: 22nd, October 2025 GMT
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”-এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
বুধবার (২২ অক্টোবর) এ উপলক্ষে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে শতাধিক হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেওয়া হয়।
আরো পড়ুন:
জুলাই যোদ্ধাদের লাঠিচার্জের প্রতিবাদে ফেনীতে সড়ক অবরোধ
বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের, বন্ধু আহত
টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়েছে। একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করার কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সব মোটরসাইকেল চালকদের আহ্বান জানানো হচ্ছে।
এ সময় সড়ক বিভাগের নির্বাহী উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম ও টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা/কাওছার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন দ বস
এছাড়াও পড়ুন:
রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ২৬ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের গেজেট বুধবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়া আগামী ২৬ অক্টোবর তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষগণ।
আরো পড়ুন:
রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বর
তিস্তা প্রকল্প বাস্তবায়নে রাবিতে গণজমায়েত
বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
তিনি বলেন, “রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছে, সেই নির্বাচিতদের গ্যাজেট আজই আমরা প্রকাশ করতে যাচ্ছি। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সিনেট ভবনে।”
তিনি আরো বলেন, “রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর প্রাধ্যক্ষরা।”
প্রতিনিধিরা কত টাকা করে বরাদ্দ পাবেন- জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আপাতত বলতে পারছি না। সবকিছু খরচের হিসাব শেষে কত টাকা থাকবে, তার ওপর নির্ভর করবে প্রতিনিধিদের কি পরিমাণ বাজেট দেব।”
সাড়ে ৩ দশক পর গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়নি।
ঢাকা/ফাহিম/মেহেদী