পুরান ঢাকার তেহারি পছন্দ হলেও গায়ক মুজা কেন খেতে পারছেন না
Published: 5th, November 2025 GMT
মুজার জন্ম সিলেটে। বাবার চাকরিসূত্রে চার বছর বয়সে বাংলাদেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বেড়ে ওঠা সেখানেই। মার্কিন র্যাপার ক্রিস ব্রাউনের গান শুনে নিজেও গান করবেন বলে ঠিক করেন। কিন্তু গানের প্রোডাকশনেই কাজ করতেন বেশি। শেষ পর্যন্ত সাহস করে গাইতে শুরু করেন নিজেই। আর আলোচনায় এলেন ‘বন্ধুরে’ গানটি দিয়ে।
মুজার ফোক আর মডার্ন মিউজিকের মিশ্রণ বেশ ভালোভাবেই গ্রহণ করেছে শ্রোতারা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিউজার্সির গভর্নর পদে জয়ী হবেন ডেমোক্র্যাট প্রার্থী শেরিল
যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর পদে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল জয়ী হবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই আভাস দিয়েছে।
নিউজার্সি অঙ্গরাজ্য ডেমোক্রেটিক রাজনীতির সমর্থক, বা ‘ব্লু স্টেট’। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের হারেন। কিন্তু ২০১৬ সালের তুলনায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এখানে ভালো ফল করেন।
অর্থাৎ, মাত্র এক বছর আগের ভোটে (প্রেসিডেন্ট নির্বাচন) অঙ্গরাজ্যটির ট্রাম্পের দিকে ঝুঁকছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু গতকাল মঙ্গলবারের নির্বাচন নিয়ে সিএনএনের যে আভাস, তা বলছে, নিউজার্সির গভর্নর পদ ডেমোক্র্যাটদের হাতেই থাকছে।
শেরিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করতে যাচ্ছেন।
সিয়াতারেল্লি অঙ্গরাজ্যের সাবেক আইনপ্রণেতা। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তিনি তৃতীয়বারের মতো গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন।