Risingbd:
2025-10-22@10:19:03 GMT

১ লাখ টন চাল কিনছে সরকার

Published: 22nd, October 2025 GMT

১ লাখ টন চাল কিনছে সরকার

আন্তর্জাতিক দরপত্র ও সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির মাধ্যমে মোট ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং মিয়ানমার থেকে আসবে ৫০ হাজার টন আতপ চাল।

বুধবার (২২ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড.

সালেহউদ্দিন আহমেদ।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মেসার্স ক্রেডেন্টওয়ান এফজেডসিও কোম্পানি থেকে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার।

অন্যদিকে, মিয়ানমার রাইস ফেডারেশন থেকে জিটুজি চুক্তির আওতায় ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৭৬.৫০ মার্কিন ডলার।

সব মিলিয়ে ১ লাখ টন চাল আমদানিতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ৪৪৬ কোটি ২৩ লাখ টাকা।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় খাদ্যভাণ্ডারকে শক্তিশালী করতে এবং বাজারে চালের সরবরাহ স্থিতিশীল রাখতে এসব চাল আমদানি করা হচ্ছে।

ঢাকা/এএএম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৫০ হ জ র টন চ ল আমদ ন টন চ ল সরক র

এছাড়াও পড়ুন:

রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ২৬ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের গেজেট বুধবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়া আগামী ২৬ অক্টোবর তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষগণ।

আরো পড়ুন:

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বর

তিস্তা প্রকল্প বাস্তবায়নে রাবিতে গণজমায়েত

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

তিনি বলেন, “রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছে, সেই নির্বাচিতদের গ্যাজেট আজই আমরা প্রকাশ করতে যাচ্ছি। নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় সিনেট ভবনে।”

তিনি আরো বলেন, “রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পড়াবেন রাকুস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। হল সংসদ প্রতিনিধিদের শপথ পড়াবেন  রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ হলগুলোর প্রাধ্যক্ষরা।”

প্রতিনিধিরা কত টাকা করে বরাদ্দ পাবেন- জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে আপাতত বলতে পারছি না। সবকিছু খরচের হিসাব শেষে কত টাকা থাকবে, তার ওপর নির্ভর করবে প্রতিনিধিদের কি পরিমাণ বাজেট দেব।”

সাড়ে ৩ দশক পর গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়ী হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৭২ বছরে এটি রাকসুর ১৭তম নির্বাচন। ১৯৯০ সালের পর দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন হয়নি।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ