এনসিপিতে যোগ দিলেন জাপা-জাসদের শতাধিক নেতাকর্মী
Published: 5th, November 2025 GMT
জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাবের এক অনুষ্ঠানে জাতীয় পার্টি ও জাসদের সাবেক প্রভাবশালী নেতা মো. শাহ আলম মিজি এবং মশিউর রহমান খোকনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মো.
যোগদানকারী নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির আদর্শে আস্থা রেখে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খাঁন। এই যোগদান অনুষ্ঠানে এনসিপির স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বলেন, “জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। জাতীয় পার্টি ও জাসদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে, দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী। আমরা আশা করি, নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
তিনি আরো বলেন, “ভিন্ন রাজনৈতিক দল হতে এনসিপিতে এই বিপুল যোগদান চাঁদপুর জেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে দলটি আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”
ঢাকা/অমরেশ/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ন ত কর ম এনস প ত এনস প র
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনার মৃত্যুদণ্ড, ফতুল্লায় রিয়াদ চৗধুরীর নির্দেশে আনন্দ মিছিল
শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর নারায়নগঞ্জের ফতুল্লায় রিয়াদ মোঃ চৌধুরীর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
রায় ঘোষণার পরপরই ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদারের নেতৃত্বে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কমীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি ফতুল্লা থানা গেইট হয়ে পোস্ট অফিস বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ‘‘এ রায় জনগণের প্রত্যাশা পূরণ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আরও সুগম হলো।’’
আনন্দ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগানের মধ্য দিয়ে রায়কে স্বাগত জানান। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এ সময় আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান,সাধারন সম্পাদল এস,এম ইব্রাহিম, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব আমির হোসেন মোল্লা,স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন,রুপম, হারুনুর রশীদ, যুবদল নেতা মোঃ মিঠু,সৈকত রাজ,রুবেল চৌধুরী, রাহাত চৌধুরী, সৈয়দ আমিনুল ইসলাম মিশু সহ থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা।